পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 4, 2023, 10:05 AM IST

ETV Bharat / international

Shooting in US: আটলান্টার চিকিৎসা কেন্দ্রে বন্দুকবাজের হামলায় মৃত 1

আটলান্টায় একটি চিকিৎসাকেন্দ্রের ওয়েটিং রুমে কয়েকজন বসেছিলেন ৷ সেখানে আচমকা গুলি চালায় এক বন্দুকবাজ ৷ তারপরে সে একটি গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যায় ৷ পরে অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে ৷

Atlanta Shootout
আটলান্টায় বন্দুকবাজের হামলা

আটলান্টা, 4 মে: চিকিৎসাকেন্দ্রে বন্দুকবাজের হামলায় একজনের মৃত্যু হল মার্কিন মুলুকে ৷ আটলান্টা শহরে এই ঘটনায় জখম আরও 4 ৷ জানা গিয়েছে, ওই চিকিৎসাকেন্দ্রের ভিতরে ওয়েটিং রুমে অপেক্ষারতদের উপর এদিন আচমকাই গুলি চালাতে আরম্ভ করে এক ব্যক্তি ৷ ঘটনার পর থেকে পলাতক আততায়ীর সন্ধানে দিনভর শহরে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীকে তাকে গ্রেফতার করা হয় ৷

পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় চিকিৎসাকেন্দ্রে হামলাকারী বন্দুকবাজ, 24 বছর বয়সি ডিওন প্যাটারসনকে গ্রেফতার করা হয়েছে ৷ যদিও তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, এ সম্পর্কে বিশেষ কোনও তথ্য দেয়নি কর্তৃপক্ষ ৷ পুলিশ জানিয়েছে, হামলার আগে প্যাটারসন একটি গাড়ি চুরি করে ৷ নর্থসাইড মেডিক্যাল বিল্ডিংয়ের 11 তলায় হামলা চালিয়ে সেই গাড়িতে করেই সে পালিয়ে যায় ৷

চিকিৎসাকেন্দ্রটি একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত ৷ বহু সংস্থার অফিস এবং অ্যাপার্টমেন্টে ভরতি ৷ শুটিংয়ের খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় পথচারীরা ঘণ্টাখানেকের জন্য অন্য জায়গায় আশ্রয় নেয় ৷ আটলান্টার পুলিশ প্রধান জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 39 বছর বয়সি এক মহিলার ৷ আহতদের মধ্যে চারজন মহিলা ৷ তাঁদের বয়স যথাক্রমে 25, 39, 56 এবং 71 ৷

গুলি চালানোর এই ঘটনার কয়েকঘণ্টা পরে, আটলান্টার মেয়র আন্দ্রে ডিকেন্স সাংবাদিকদের জানান, যে সব ব্যক্তিরা বেঁচে গিয়েছেন কিন্তু জখম তাঁরা গ্র্যাডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ বন্দুকবাজ প্যাটারসনের মা, মিনিওন প্যাটারসন এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, তাঁর ছেলে একজন প্রাক্তন উপকূলরক্ষী ৷ প্যাটারসনের কিছু মানসিক অস্থিরতা চলছে ৷ গত শুক্রবার প্যাটারসন ভেটেরানস অ্যাফেয়ার্স হেলথ সিস্টেম থেকে ওষুধ কেনেন ৷ তা খাওয়ার পরই এই অস্থিরতা শুরু হয়েছে বলে দাবি করেছেন প্যাটারসনের মা ৷ তিনি আরও জানিয়েছেন, তাঁর ছেলে এখন কোথায়, তা তিনি জানেন না ৷ প্রসঙ্গত প্যাটারসনের মা একজন নার্স ৷ একটি নির্দিষ্ট ওষুধ নিয়ে ভেটেরানস অ্যাফেয়ার্স হেলথ সিস্টেমের সঙ্গে তাঁর তর্কাতর্কিও হয় বলে বিবৃতিতে দাবি করেছেন মিনিওন ৷

আরও পড়ুন: খবর করতে গিয়ে আততায়ীর গুলিতে প্রাণ গেল সাংবাদিকের

ABOUT THE AUTHOR

...view details