টোকিয়ো, 27 সেপ্টেম্বর: একজন মহান নেতা ছিলেন শিনজো আবে (Shinzo Abe)৷ তিনি ছিলেন একজন অভূতপূর্ব ব্যক্তিত্ব ৷ টোকিয়োতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে 'বন্ধু'কে এ ভাবেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ শিনজো আবে ভারত ও জাপানের বন্ধুত্বেও বিশ্বাসী ছিলেন বলে মত নমোর (Modi Pays Tribute to Abe)৷
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শোকপালনের আয়োজনে উপস্থিত ছিলেন শতাধিক দেশের প্রতিনিধি (India Japan friendship)৷ তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন 20টিরও বেশি রাষ্ট্রের প্রধান ৷ ভারতের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ককে নয়া শিখরে নিয়ে যাওয়া বন্ধু আবেকে শেষশ্রদ্ধা জানাতে সকালেই টোকিয়োয় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আবেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন তিনি ৷ ক্যাপশনে মোদি লিখেছেন, "চলতি বছরের শুরুর দিকে যখন টোকিয়োতে এসেছিলাম, কখনও ভাবতে পেরেছি যে প্রাক্তন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় শোকপালনে অংশ নিতে এখানে আবার ফিরে আসব ! তিনি একজন মহান নেতা ছিলেন, একজন অভূতপূর্ব ব্যক্তিত্ব ছিলেন ৷ এবং তিনি ভারত-জাপান বন্ধুত্বে বিশ্বাসী ছিলেন ৷ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে থেকে যাবেন তিনি ৷"