ইসলামাবাদ, 31 মার্চ : চাপ বাড়ছে ইমরান খানের উপর ৷ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে তাঁর হার প্রায় নিশ্চিত ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ৷ ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর জোটসঙ্গী এমকিউএম-পি (Muttahida Qaumi Movement, MQM-P) হাত মিলিয়েছে বিরোধী শিবিরের সঙ্গে ৷ কাজেই পাকিস্তানের গদি ছাড়তে হবে প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে ৷ কিন্তু তাঁকে হঠিয়ে পাকিস্তানের মসনদে কাকে বসাবে বিলওয়াল ভুট্টো জারদারির বিরোধী পক্ষ (Shehbaz Sharif to be next Pakistan PM as announced by Bilawal Bhutto Zardari) ?
বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বেনজির-পুত্র বিরোধী দলনেতা বিলওয়াল ভুট্টো শেহবাজ় শরিফের নাম ঘোষণা করেছেন ৷ তিনি আবার পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷ বিলওয়াল বলেন, "ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান সংখ্য়াগরিষ্ঠতা হারিয়েছেন ৷ খুব শিগগিরি শেহবাজ় শরিফ পাকিস্তানের মুখ্যমন্ত্রী হবেন ৷" নতুন সরকার গড়া নিয়ে একটি উচ্ছ্বসিত টুইট করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা ৷ তিনি লিখেছেন, "এমকিউএম ঐক্যবদ্ধ বিরোধী দলকে সমর্থন জানিয়েছে ৷ তাই আমাদের জয় সুনিশ্চিত ৷ পাকিস্তানের মানুষকে শুভেচ্ছা ৷ একটা নির্বাচিত যুগ শেষ হবে ৷ আমাদের গণতন্ত্র এবং অর্থনীতি পুনরুদ্ধারে আমরা একসঙ্গে কাজ করতে পারব ৷ পাকিস্তান জিন্দাবাদ ৷"
আরও পড়ুন : Imran Khan Loses Majority : সংখ্যাগরিষ্ঠতা হারাল ইমরানের দল, পাক প্রধানমন্ত্রীর গদি টলমল