ইসলামাবাদ, 11 এপ্রিল : প্রত্যাশামতোই নতুন পাক প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান শেহবাজ শরিফ ৷ তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই ৷ সোমবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে সে দেশের 23 তম প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন শেহবাজ শরিফ ৷ সূত্রের খবর, এদিন রাতেই প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি ৷ শেহবাজকে অভিনন্দন জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একই সঙ্গে তাঁর কাছে দু'দেশের মধ্যে শান্তিরক্ষার বার্তা দেন তিনি ৷
জানা গিয়েছে, এদিন ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে 174টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরিফ ৷ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা শাহ মেহমুদ কুরেশিও প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ কিন্তু এদিন পাক সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ওয়াকআউট করেন পিটিআই সদস্যরা ৷ শাহ মেহমুদ কুরেশিও জানিয়েছেন, তাঁরা এই নির্বাচন প্রক্রিয়া বয়কট করছেন ৷