নয়াদিল্লি, 13 নভেম্বর:ইসরায়েলের হামলায় গাজায় 10 হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে 'শোচনীয় ও অসম্মানজনক' মাইলস্টোন বলে ব্যাখ্যা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া ৷ এত মৃত্যুর পরেও যে গাজায় যুদ্ধ বিরতির উদ্যোগ নেওয়া হচ্ছে না তা নিয়েও এদিন তাঁর এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷
সোমবার সোশাল মিডিয়ায় কংগ্রেস নেত্রী লেখেন,"10 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে গাজাতে, যাদের মধ্যে অর্ধেকই শিশু ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি 10 মিনিটে গাজায় একটি শিশু প্রাণ হারাচ্ছে ৷ পরিস্থিতি এমন যে অক্সিজেনের অভাবে সদ্যোজাতদেরও ইনকিউবেটর থেকে বের করার মতো অবস্থা তৈরি হয়েছে ৷" এতবড় মানবিক বিপর্যয়ের পরেও গাজায় যে যুদ্ধ বিরতির ডাক দেওয়া হচ্ছে না, সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, "যারা এই গণহত্যাকে সমর্থন করছেন তাদের বিবেক এখনও নড়েনি, কোনও যুদ্ধ বিরতির ডাক দেওয়া হয়নি ...শুধু আরও বোমা পড়ছে, আরও হিংসা, আরও খুন ও আরও যন্ত্রনা ৷"