ঢাকা, 8 জানুয়ারি: বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ী হলেন সাকিব আল হাসান ৷ বাংলাদেশের এই তারকা ক্রিকেটার আওয়ামী লীগের হয়ে মগুরা-1 আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবর অনুযায়ী, তিনি 1 লক্ষ 85 হাজার 388 ভোটে জিতেছেন ৷ ওই আসনে দ্বিতীয় স্থানে রয়েছেন কাজি রেজাউল হোসেন ৷ তিনি পেয়েছেন 45 হাজার 993 ভোটে হারিয়েছেন ৷ ফলে বাংলাদেশের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব প্রায় 1 লক্ষ 40 হাজার ভোটে জিতেছেন ৷
ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবরে জানানো হয়েছে, বাংলাদেশের দ্বাদশ সাধারণ নির্বাচন ছিল গতকাল রবিবার ৷ বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয় ৷ ভোট নেওয়া শেষ হয় বিকেল চারটের সময় ৷ 42 হাজার 24টি ভোটকেন্দ্রে 2 লক্ষ 61 হাজার 912টি পোলিং বুথে ভোট নেওয়া হয় 299টি আসনের জন্য ৷ ভোটে জিতে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ ৷ তারা 223টি আসনে জিতেছে ৷