পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Khalistani Chief Threatens India: হামাসের কায়দায় ভারতে হামলা! হুমকিবার্তা খালিস্তানপন্থী নেতা পান্নুনের - খালিস্তানপন্থী সংগঠনের নেতা

প্যালেস্তাইনের হামাস জঙ্গি গোষ্ঠী যেমন ইজরায়েলে হঠাৎ হামলা চালিয়েছে ৷ তেমনটা করা হবে ভারতেও ৷ এমনটাই হুমকি দিলেন খালিস্তানপন্থী সংগঠনের নেতা গুরপাতওয়ান্ত পান্নুন ৷

ETV Bharat
খালিস্তানপন্থী সংগঠনের নেতা গুরপাতওয়ান্ত পান্নুনের হুমকি

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 7:27 AM IST

Updated : Oct 11, 2023, 11:13 AM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর: হামাস যেমন ইজরায়েলের উপর হামলা চালিয়েছে, ভারতেরও ওই হাল হবে ৷ এমন হুমকি দিলেন খালিস্তানপন্থী জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিস বা এসএফজে-র প্রধান গুরপাতওয়ান্ত পান্নুন ৷ মঙ্গলবার এই হুমকি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে, গুরপাতওয়ান্ত পান্নুন ভারতীয়দের উদ্দেশ্যে জানাচ্ছেন, তারা ব্যালট আর বুলেটের মধ্যে যে কোনও একটাকে বেছে নিন ৷

খালিস্তানপন্থী সংগঠনের নেতা পান্নুন ওই ভিডিয়োয় বলেন, "ইজরায়েল-প্যালেস্তাইনের এই সংঘর্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষা নিন ৷ বহু পাঞ্জাবি কর্মসূত্রে প্যালেস্তাইনে রয়েছেন ৷ তাঁরা এবার উত্তর দেবে ৷ হিংসার জবাব হিংসাই হবে ৷ ভারত যদি পঞ্জাব দখল করার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তার জবাব মিলবে ৷ এর জন্য প্রধানমন্ত্রী মোদি দায়ী থাকবেন ৷"

তিনি আরও বলেন দেন, "এসএফজে ব্যালটে বিশ্বাস করে ৷ এসএফজে ভোটে বিশ্বাস করে ৷ পঞ্জাব স্বাধীন হবেই ৷ ভারত! পছন্দ তোমার, ব্যালট অথবা বুলেট ৷" 2019 সাল থেকে পান্নুনকে খুঁজছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ ওই বছরেই তদন্তকারী সংস্থা পান্নুনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করে ৷ পঞ্জাব এবং দেশের অন্যত্র সন্ত্রাসবাদী কাজকর্মের নেপথ্যে গুরপাতওয়ান্ত পান্নুনের হাত রয়েছে বলে অভিযোগ ৷ এমনকী সর্বত্র হুমকি দেওয়া, ভয় দেখানোর কাজও করে চলেছেন এই খালিস্তানপন্থী সংগঠনের প্রধান ৷

5 অক্টোবর দেশে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় ৷ তার আগেও নিষিদ্ধ সংগঠনের এই নেতা হুমকি দিয়েছেন ৷ একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ শুরুর আগে দিল্লিজুড়ে বিভিন্ন জায়গায় খালিস্তানপন্থী স্লোগান, ছবি দেখা গিয়েছে ৷ এই ঘটনায় এসএফজে-র দিকেই অভিযোগের আঙুল উঠেছে ৷

এছাড়া ভারতে বহু মানুষের কাছে একটি ফোন আসে ৷ তাতে আগে থেকে রেকর্ড করা একটি বার্তা শোনানো হয় ৷ ওই নম্বরটি ব্রিটেনের বলে জানা গিয়েছে ৷ আর এই বার্তাটি পাঠানোর অভিযোগ উঠেছে পান্নুনের বিরুদ্ধেই ৷

আরও পড়ুন: খালিস্তানি জঙ্গি সুখা দুনেকের মৃত্য়ুর দায় নিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

Last Updated : Oct 11, 2023, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details