কাবুল, 19 এপ্রিল : পশ্চিম কাবুলের একটি স্কুলের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল কমপক্ষে 7 স্কুল পড়ুয়ার (Several school students died in Multiple blasts near Kabul school) ৷ যদিও অসমর্থিত সূত্রের দাবি, সংখ্যা অন্ততপক্ষে 20 ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্বল্প সময়ের ব্যবধানে পশ্চিম কাবুলের ওই অঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটে ৷
শিয়া হাজারা সম্প্রদায়ের মুসলিমরাই আক্রমণের লক্ষ্য ছিল বলে জানানো হয়েছে কাবুল পুলিশের তরফে ৷ দীর্ঘদিন ধরেই ইসলামিক স্টেট-সহ সুন্নি সম্প্রদায়ভুক্ত বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর নিশানায় পশ্চিম কাবুলের হাজারা সম্প্রদায় ৷ মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনা তারই ফলশ্রুতি ৷ বিস্ফোরণে নিহত প্রায় সকলেই শিয়া সম্প্রদায়ের বলেই প্রাথমিক ধারণা ৷