পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Havana Hotel Explosion : হাভানায় বিলাসবহুল হোটেলে প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণ, মৃত কমপক্ষে 22

কিউবার রাজধানী হাভানার হোটেলটি উনিশ শতকের ৷ সারাতোগার সংস্করণের কাজ চলছিল ৷ সেই সময় প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণ হয় ৷ একটি বাচ্চা-সহ 22 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ জখম বহু ৷ উদ্ধারকার্য চলছে (Havana Hotel Explosion) ৷

Havana 19th Century Hotel Saratoga Explosion
হাভানায় বিলাসবহুল হোটেল সারাতোগা

By

Published : May 7, 2022, 9:29 AM IST

হাভানা, 7 মে : বিস্ফোরণে কমপক্ষে 22 জন মারা গিয়েছেন এবং আহত বহু ৷ মৃতদের মধ্যে একটি বাচ্চাও রয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক অনুমান প্রাকৃতিক গ্যাস লিক করে এই বিস্ফোরণ হয়েছে ৷ উড়ে গিয়েছে হোটেলের বাইরের দেওয়াল ৷ শুক্রবার সাঙ্ঘাতিক এই দুর্ঘটনাটি ঘটেছে কিউবার রাজধানী হাভানার একটি বিলাসবহুল হোটেলে (Several people lost life in luxury Havana hotel explosion in Cuba) ৷ হোটেলটি উনিশ শতকের ৷

হাভানার সরকারি সূত্রে জানা গিয়েছে, 96টি রুমবিশিষ্ট হোটেল সারাতোগার (Hotel Saratoga) মেরামতির কাজ চলছে, তাই কোনও পর্যটক ছিলেন না ৷ প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল (President Miguel Díaz-Canel) দুর্ঘটনাস্থলটি পরিদর্শনে গিয়েছিলেন ৷ তিনি টুইট করে জানিয়েছেন, এটি কোনও বোমা বিস্ফোরণ বা আক্রমণের ঘটনা নয় ৷ তিনি লিখেছেন, "এটা মর্মান্তিক একটি দুর্ঘটনা ৷"

আরও পড়ুন : Blast in Karachi University : করাচি বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী বিস্ফোরণ, তিন চিনা নাগরিক-সহ নিহত কমপক্ষে 4

স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবারের এই প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণে অন্ততপক্ষে 74 জন জখম হয়েছেন ৷ এর মধ্যে 14 জন বাচ্চা ৷ কিউবার সরকারি চ্যানেল সূত্রে খবর, একটি ট্রাক ওই হোটেলটিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে ৷ সম্ভবত সেই ট্রাকটিই এই বিস্ফোরণের জন্য দায়ী ৷ কিন্তু কীভাবে গ্যাস লিক করল, তা বিস্তারিত জানা যায়নি ৷ দূর থেকে সাদা রংয়ের ট্রাকটিতে জল দিয়ে ভিজিয়ে তারপর ধ্বংসস্তূপ থেকে বের করে আনে উদ্ধারকারী দল ৷

কিউবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের সংখ্যা বাড়তে পারে ৷ অনেক মানুষ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ হোটেলটির পাশেই একটি স্কুল রয়েছে ৷ সেখান থেকে পড়ুয়াদের বের করে আনা হয়েছে ৷ ইতিমধ্যে 5 জন ছাত্র সামান্য আঘাত পেয়েছে ৷ পুলিশ পুরো জায়গাটি ঘিরে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details