থাইল্যান্ড, 5 অগস্ট: নাইটক্লাবে আগুন লাগার ঘটনায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে ৷ এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি হয়েছে বৃহস্পিতবাররাত 1টা নাগাদ থাইল্যান্ডের সত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে ৷ ব্যাংকক থেকে এই জায়গার দূরত্ব প্রায় 150 কিলোমিটার (At least 13 people killed as massive fire broke out in a Thailand nightclub) ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে ক্লাবটি থেকে আতঙ্কিত লোকজন চিৎকার করে বেরিয়ে আসছে ৷ তাদের মধ্যে অনেকের জামাকাপড়ে আগুন লেগে গিয়েছে ৷ পিছনে দাউ দাউ করে জ্বলছে নাইটক্লাব ৷
দ্য সাওয়াং রোজানাথাম্মাসাথান রেসকিউ ফাউন্ডেশন জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন মারা গিয়েছেন ৷ 40 জনেরও বেশি লোক আহত হয়েছেন ৷ তাদের মধ্যে 14 জনের অবস্থা আশঙ্কাজনক ৷
নাইটক্লাবটির দেওয়ালে দাহ্য পদার্থ থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে 3 ঘণ্টারও বেশি সময় লেগে গিয়েছে ৷ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ পাশাপাশি ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷