ওয়াশিংটন ডিসি (মার্কিন যুক্তরাষ্ট্র), 14 অগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে 'এয়ার শো' চলাকালীন ভেঙে পড়ল মিগ-23 ফাইটার জেট ৷ এই যুদ্ধবিমান থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে দুই ব্যক্তিকে ৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ৷
জানা গিয়েছে, সেখানে রবিবার বিকেলে একটি 'এয়ার শো' চলছিল ৷ সেসময় বিকল হয়ে যায় একটি মিগ-23 ফাইটার জেট ৷ তখন তাতে থাকা দুই আরোহী মিগ-23 ফাইটার জেট থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন ৷ এর ফলে বরাত জোরে তাঁদের প্রাণ বেঁচে যায় ৷ তাঁরা প্যারাসুট নিয়ে উইলো রান বিমানবন্দরের দক্ষিণে ইপসিলান্টি শহরের কাছে বেলেভিলে লেকে অবতরণ করেন ৷ তবে ঘটনায় আহত হয়েছেন ওই দুই ব্যক্তি ৷ একটি বিবৃতিতে ওয়েন কাউন্টি বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দু'জনের কেউই গুরুতর আঘাত পাননি ৷ তবে দু'জনকেই পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূত্রের খবর, বিমানটি বিকল হয়ে যাওয়ার পর আরোহীরা বেরিয়ে গেলে সেটি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং লটের কাছে গিয়ে ভেঙে পড়ে ৷ এর জেরে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ৷