ইসলামাবাদ, 20 অগস্ট: বাসে আগুন লেগে মৃত্যু হল 16 যাত্রীর ৷ আহতের সংখ্যা 11 ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবের পিন্ডি ভাট্টিয়ান এলাকার কাছে ফয়সালাবাদ মোটরওয়েতে ৷ পুলিশ জানিয়েছে, 35 থেকে 40 জন যাত্রী নিয়ে বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল ৷ ঠিক সেই সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ।
জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ডিজেল ড্রাম বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় ৷ আহত যাত্রীদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক ৷ বাস ও পিকআপ ভ্যান, উভয় গাড়ি চালকেরই মৃত্যু হয় ঘটনাস্থলে ৷ দুর্ঘটনার পর স্থানীয় লোকেরা জানালা ভেঙে যাত্রীদের বাস থেকে বের করার চেষ্টা করেন ৷
আরও পড়ুন : একের পর এক সদ্যোজাতকে হত্যা! লন্ডনে মর্মান্তিক খুনে দোষী নার্স
পাক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এর আগে 14 অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের সময় পাঞ্জাব প্রদেশে পথ দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয় ৷ তাছাড়া শেষ 1 হাজার 659টি দুর্ঘটনায় আহত হয়েছেন 1 হাজার 773 জন ৷ প্রাণও গিয়েছে অনেকের। দেশের মধ্যে লাহোরে পথ দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি বলেও দাবি ওই সংবাদ মাধ্যমের ৷ 14 অগস্ট লাহোরের প্রধান সরকারি হাসপাতালগুলি পথ দুর্ঘটনায় আহতদের ভিড়ে ভর্তি ছিল ৷
ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট (ESD) দ্বারা সংকলিত সরকারি তথ্য বলছে, শুধু এই প্রদেশে 1 হাজার 234টি পথ দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ও 1 হাজার 338 জন আহত হয়েছেন ৷ সরকারি তথ্য অনুসারে, মোট 1 হাজার 773 জন আহত ব্যক্তির মধ্যে 850 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি হতে হয়েছিল। আর 891 জনের আঘাত সামান্য ছিল ৷
আরও পড়ুন : লাদাখে পথ দুর্ঘটনায় 9 সেনা জওয়ানের মৃত্যু, শোকস্তব্ধ দেশ