পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

School Gym Roof Collapses in China: চিনে স্কুলের জিমের ছাদ ভেঙে 9 জনের মৃত্যু, আটকে 2

চিনে মর্মান্তিক দুর্ঘটনা ৷ একটি স্কুলের জিমের ছাদ ভেঙে পড়ে 9 জনের মৃত্যুর খবর মিলল ৷ এখনও ধসের নীচে আটকে 2 জন ৷

By

Published : Jul 24, 2023, 11:36 AM IST

School Gym Roof Collapses
স্কুলের জিমের ছাদ ভেঙে পড়ে

বেজিং, 24 জুলাই: চিনে একটি স্কুলের জিমের ছাদ ভেঙে কমপক্ষে ন'জনের মৃত্যু ৷ ধ্বংসস্তুপের মধ্যে এখনও দু'জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব চিনের হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে ৷ সেখানে স্থানীয় সময় রবিবার হঠাৎ একটি স্কুলের জিমের প্রায় 1200 বর্গমিটারের ছাদ সম্পূর্ণ ভেঙে পড়ে ৷ সেসময় ঘটনাস্থলে ছিলেন 19 জন । তার মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে ৷ ছাদটি নির্মাণ সংস্থার দায়িত্বে থাকা 4 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।

দুর্ঘটনার সময় স্কুল থেকে কোনওরকমে চারজন বেরিয়ে যেতে সক্ষম হন ৷ কিন্তু বাকি 15 জন সেখানে আটকে পড়েন ৷ এমনটাই জানিয়েছে স্থানীয় পৌরনিগম ৷ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ যাদের মধ্যে চারজনকে সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে ৷ একটি সূত্রে জানা গিয়েছে, তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয় ৷ ছ'জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁদেরও বাঁচানো সম্ভব হয়নি ৷ চিকিৎসাধীন অবস্থায় ওই ছ'জনের মৃত্যু হয়েছে ৷ উদ্ধার কাজ এখনও চলছে । আটকে পড়ে ব্যক্তিদের সুরক্ষিতভাবে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷ তবে এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এতগুলি প্রাণহানির হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন:পাকিস্তানে মন্দিরে রকেট লঞ্চার দিয়ে হামলা, অনুমান সীমা হায়দারের ঘটনার প্রতিশোধ

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, শ্রমিকরা জিমটি তৈরির সময় বেশ কিছু নিয়ম পালন করেননি। আর তার জেরেই ভার বেশি হওয়ায় ছাদটি ধসে পড় । স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে , জিমের দেওয়ালে একটি গ্রিড কাঠামো রয়েছে । তাছাড়া ছাদটি কংক্রিটের স্ল্যাব দিয়ে তৈরি করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details