সানা (ইয়েমেন), 20 এপ্রিল:ইয়েমেনে পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে ৷ আহত বহু ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইয়েমেনের রাজধানী সানায় ৷ এক হাউথি আধিকারিক জানিয়েছেন, মধ্য সানার পুরনো শহরের একটি স্কুলে আর্থিক সাহায্য দেওয়ার অনুষ্ঠান চলছিল ৷ সেখানে এই ঘটনা ঘটেছে ৷ হাউথি পরিচালিত অভ্যন্তরীণ মন্ত্রক অনুযায়ী, ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠানে সাহায্য প্রদান করা হচ্ছিল ৷ সেখানে শ'য়ে শ'য়ে মানুষ জড়ো হয়েছিলেন ৷ প্রত্যক্ষদর্শীরা অবশ্য জানিয়েছেন, আর্থিক সাহায্য পেতে মরিয়া মানুষের ভিড় উপচে পড়েছিল ৷ তা নিয়ন্ত্রণ করতে হাউথিরা গুলি চালায় ৷ তাতে আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ছুটোছুটে করতে থাকে ৷ একটি বিস্ফোরণও হয়েছে ৷ তার ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু ৷
রমজান মাস চলছে ৷ বিশ্বের প্রায় সমস্ত দেশে এই পবিত্র মাস পালিত হচ্ছে ৷ এই উপলক্ষ্যে আর্থিক সাহায্য করা হচ্ছিল ওই অনুষ্ঠানে ৷ মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার আবদেল-খালেক আন-আঘরির অভিযোগ, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না-করেই এই ত্রাণ বিলির কাজ চলছিল ৷ তার ফল এই বিপর্যয় ৷ আহতদের কাছাকাছি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সানার এক উচ্চ স্বাস্থ্য আধিকারিক মোতাহের আল মারৌনি জানান, কমপক্ষে 13 জন আহতের অবস্থা সংকটজনক ৷