আমেরিকা, (লুইসটন) 26 অক্টোবর: বন্দুকবাজের হামলায় আবারও রক্তাক্ত আমেরিকা ৷ স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে আমেরিকার মেইন শহরে একটি পালশালা ও রেস্তোরাঁয় এক বন্দুকবাজ হামলা চালায় ৷ গুলিতে মৃত্যু হয় 16 জনের ৷ আহত হয়েছেন বহু ৷ স্থানীয় প্রশাসনের তরফে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে এই তথ্যই জনানো হয়েছে ৷ ঘটনার পরই পলাতক দুষ্কৃতী ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে মার্কিন পুলিশ ৷ তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই জানাতে নারাজ স্থানীয় প্রশাসন ৷
ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানায়, পানশালা ও রেস্তোরাঁয় এক বন্দুকবাজ হামলা চালিয়েছে ৷ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন ৷ তাঁদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ৷ তাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাস্তা থেকে ফাঁকা রাখার আর্জি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷ আহতদের চিকিৎসার দায়িত্বে থাকা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন একটি গণহত্য়ার ঘটনা ঘটেছে ৷ তাঁরা তৎপরতার সঙ্গে নাগরিকদের চিকিৎসা শুরু করেছেন ৷ সমস্তরকম সহযোগিতাও করা হচ্ছে ৷