মালে, 10 নভেম্বর:অন্ততপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মলদ্বীপের রাজধানী মালেতে ৷ মৃতদের মধ্য়ে 9 জন ভারতীয় ৷ তাঁদের সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Indians killed In Male Fire Incident) ৷ এছাড়া জখম ব্যক্তির সংখ্যা বহু ৷ মলদ্বীপে ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে দুঃখ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেখানে জরুরি ভিত্তিতে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে (Maldives news) ৷
স্থানীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এখানে অন্য দেশ থেকে আসা কর্মীরা থাকেন ৷ সেরকম একটি ছোট কোয়ার্টারের গ্যারেজে আগুন লাগে (fire breaks out in Male) ৷ সেটি রাজধানী মালের মাভোয়ো মসজিদের কাছে এম নিরু ফেহি এলাকায় (M. Niru fehi area near the Maaveyo Mosque) ৷ গ্যারেজটি বাড়ির নীচের তলায় আর প্রথম তলায় থাকেন শ্রমিকরা ৷ গ্যারেজ থেকে আগুন প্রথম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে ৷ পরিযায়ী শ্রমিকদের বাসস্থান এই কোয়ার্টারে একটিমাত্র ভেন্টিলেটর, একটি জানলা এবং প্রয়োজনের তুলনায় জায়গাও কম ৷ তাই স্বাভাবিকভাবে আগুন লাগার পর সেখান থেকে অনেকে বেরতে পারেননি ৷