পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indians Killed in Maldives Fire: মালের পরিযায়ী শ্রমিক আবাসে বিধ্বংসী আগুন, মৃত 9 ভারতীয় - মালদ্বীপ

ভয়াবহ অগ্নিকাণ্ডে (Indians died in Maldives Fire) প্রায় ভস্মীভূত মালের একটি বাড়ি ৷ সেখানে থাকতেন অন্য দেশ থেকে আসা শ্রমিকেরা ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মারা গিয়েছেন 9 জন ভারতীয় (9 Indians Killed In Maldives Fire) ৷

Maldives Male Fire Incident
ETV Bharat

By

Published : Nov 10, 2022, 12:44 PM IST

Updated : Nov 10, 2022, 1:40 PM IST

মালে, 10 নভেম্বর:অন্ততপক্ষে 10 জন প্রাণ হারিয়েছেন ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মলদ্বীপের রাজধানী মালেতে ৷ মৃতদের মধ্য়ে 9 জন ভারতীয় ৷ তাঁদের সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Indians killed In Male Fire Incident) ৷ এছাড়া জখম ব্যক্তির সংখ্যা বহু ৷ মলদ্বীপে ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে দুঃখ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেখানে জরুরি ভিত্তিতে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে (Maldives news) ৷

স্থানীয় সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এখানে অন্য দেশ থেকে আসা কর্মীরা থাকেন ৷ সেরকম একটি ছোট কোয়ার্টারের গ্যারেজে আগুন লাগে (fire breaks out in Male) ৷ সেটি রাজধানী মালের মাভোয়ো মসজিদের কাছে এম নিরু ফেহি এলাকায় (M. Niru fehi area near the Maaveyo Mosque) ৷ গ্যারেজটি বাড়ির নীচের তলায় আর প্রথম তলায় থাকেন শ্রমিকরা ৷ গ্যারেজ থেকে আগুন প্রথম তলায় দ্রুত ছড়িয়ে পড়ে ৷ পরিযায়ী শ্রমিকদের বাসস্থান এই কোয়ার্টারে একটিমাত্র ভেন্টিলেটর, একটি জানলা এবং প্রয়োজনের তুলনায় জায়গাও কম ৷ তাই স্বাভাবিকভাবে আগুন লাগার পর সেখান থেকে অনেকে বেরতে পারেননি ৷

আরও পড়ুন: বুর্জ খালিফার কাছে 35 তলা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মলদ্বীপের ডিফেন্স ফায়ার ফোর্স এবং উদ্ধারকারী দল ৷ 28 জনকে ওই বাড়িটি থেকে বের করে আনা হয়েছে ৷ 9 জন নিখোঁজ ৷ 2 জন সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছেন ৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ইন্দিরা গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (fire incident in maldives) ৷

ভারতীয় হাইকমিশন টুইট করে শোকপ্রকাশ করা হয়েছে ৷ মলদ্বীপে থাকা ভারতীয়দের যোগাযোগের জন্য দু'টি ফোন নম্বরও দেওয়া আছে সেখানে ৷ মলদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার ৷ স্থানীয় রিপোর্ট জানাচ্ছে, প্রায় 4 ঘণ্টা পর অর্থাৎ ভোর 4.34 মিনিট নাগাদ আগুন নেভানো সম্ভব হয়েছে ৷ মলদ্বীপের রাজধানী মালেতে আনুমানিক 2 লক্ষ 50 হাজার পরিযায়ী শ্রমিক বসবাস করেন ৷ এদের মধ্যে বেশিরভাগ শ্রীলঙ্কা, ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সেখানে কাজের সন্ধানে গিয়েছেন ৷

Last Updated : Nov 10, 2022, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details