কলম্বো, 15 অক্টোবর:বেআইনিভাবে শ্রীলঙ্কার জলভাগে প্রবেশ করার অভিযোগে 27 জন ভারতীয় মৎসজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা ৷ রবিবার শ্রীলঙ্কার নৌবাহিনী এই ভারতীয় মৎসজীবীদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ শ্রীলঙ্কার উত্তর-পূর্বের মান্নার উপকূল, কাচ্চাটিভু এলাকা থেকে ওই ভারতীয় মৎসজীবীদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌসেনা ৷ জানা গিয়েছে, এদিন শ্রীলঙ্কার নৌসেনা মান্নারে দুটি ভারতীয় ট্রলারকে আটক করে ৷ সেখানে 15 জন ভারতীয় মৎসজীবী ছিলেন ৷ অন্যদিকে, কাচ্চাটিভু এলাকা থেকে আটক করা হয় 3টি ট্রলার, সেখান থেকে 12 জন মৎসজীবীকে গ্রেফতার করা হয় ৷
জানা গিযেছে, ধৃত এই ভারতীয় মৎসজীবীদের শ্রীলঙ্কার প্রশাসনের হাতে তুলে দিয়েছে সে দেশের নৌসেনা ৷ এবার আইন মেনে পদক্ষেপ করা হবে এই ভারতীয় মৎসজীবীদের বিরুদ্ধে ৷ এর আগে সেপ্টেম্বর মাসে 17 জন ভারতীয় মৎসজীবী গ্রেফতার হয়েছিলেন শ্রীলঙ্কার জফনার কাকারাথিভু উপকূলের কাছে ৷ তবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মৎসজীবীদের নিয়ে এই সমস্যা নতুন নয় ৷ এমনকি অতীতে ভারতীয় মৎসজীবীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও একাধিকবার উঠেছে এই দ্বীপ রাষ্ট্রের সেনার বিরুদ্ধে ৷ এইসব ক্ষেত্রেই অভিযোগ, ভারতীয় মৎসজীবীরা ট্রলার নিয়ে বেআইনিভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেছে ৷