আনকারা (তুরস্ক), 6 ফেব্রুয়ারি:সপ্তাহের শুরুতে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে কমপক্ষে 2,300 মানুষের প্রাণ কাড়ল তুরস্ক এবং সিরিয়ায় ! সোমবার ভোরে শক্তিশালী ভূ-কম্পনের অনুভূত হয় তুরস্ক এবং উত্তর সিরিয়ায় (Turkey Earthquake Update), রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল 7.8 ৷ আহত অসংখ্য ৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷
তথ্য বলছে, সীমান্ত এলাকার এই ভয়াবহ দুর্যোগে সীমান্তের দুই দিকের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ এই সময় পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার এই অংশে যথেষ্ট ঠান্ডা ৷ ভূমিকম্প শুরু হয় কাকভোরে ৷ তখন বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই বিপর্যয়ের মুখে পড়েন তাঁরা ৷ যাঁরা প্রাণ বাঁচানোর সময়টুকু পেয়েছেন, তাঁরা এক কাপড়ে বাড়ির বাইরে চলে আসেন ৷ বাইরে তখনও ভোরের আলো ফোটেনি ৷ দোসর কনকনে ঠান্ডা ৷ অনেকেই চোখের সামনে নিজেদের মাথা গোঁজার ঠাঁই ধুলোয় মিশে যেতে দেখেন ! প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভূমিকম্পের সময় বৃষ্টিও হচ্ছিল ৷ তুরস্ক ও উত্তর সিরিয়ার সংশ্লিষ্ট এলাকায় অসংখ্য বহুতল ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ৷ বাসিন্দাদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বহু মানুষ ৷
আরও পড়ুন:শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক, ভাঙল বহু বাড়ি; রিখটার স্কেলে মাত্রা 7.8
ইতিমধ্য়েই উদ্ধারকাজ শুরু করা হয়েছে ৷ প্রশিক্ষিত উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাতে হাত লাগিয়েছেন ৷ তুরস্কের আদানা শহরের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, "বহুতলের ধ্বংসস্তূপের নীচে থেকে আমরা একজনের চিৎকার শুনতে পাচ্ছিলাম ৷ তিনি সাহায্যের জন্য চেঁচাচ্ছিলেন ৷ কিন্তু, আমরা কিচ্ছু করতে পারলাম না !" একথা বলেই ওই বাসিন্দা কান্নায় ভেঙে পড়েন ৷
অন্যদিকে, সিরিয়ার যে অংশ ভূমিকম্পের কবলে পড়েছে, সেখানকার অধিকাংশ এলাকা সরকারবিরোধীদের দখলে রয়েছে ৷ দীর্ঘ গৃহযুদ্ধের কারণে দেশের অবস্থা এমনিতেই শোচনীয় ৷ স্বাস্থ্য পরিকাঠামো নেই বললেই চলে ৷ এই অবস্থায় কীভাবে ভূমিকম্পে আক্রান্তদের সাহায্য করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহল উদ্বেগ প্রকাশ করেছে ৷ স্থানীয় এক বাসিন্দার কথায়, "আমাদের আশঙ্কা, ভূমিকম্পের জেরে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে ৷ আমরা প্রবল চাপের মধ্য়ে আছি ৷"
এদিনের ভূমিকম্পের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, কায়রো পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে ! সিরিয়া সীমান্ত থেকে যে শহরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার ৷ ভূমিকম্পের পর থেকে সোমবার সকাল পর্যন্ত কমপক্ষে 20টি আফটার শক অনুভূত হয়েছে ৷ যার মধ্যে একটির মাত্রা ছিল 6.6 ৷ তুরস্কের প্রশাসনের তরফে এই তথ্য পেশ করা হয়েছে ৷ অন্যদিকে সিরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ফলে তাদের নিয়ন্ত্রণে থাকা অংশেও ব্য়াপক ক্ষতি হয়েছে ৷