মেক্সিকো সিটি, 26 সেপ্টেম্বর: এক শিশু-সহ 5 জন যাত্রীর মৃত্যু হল বিমান দুর্ঘটনায় ৷ স্থানীয় সময় সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর উত্তরে অবস্থিত দুরাঙ্গোতে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, দুরাঙ্গের পশ্চিমে লা গালানসিতায় আকাশপথে দু'টি বিমানের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে ৷
একটি বিমান যাত্রা শুরু করে আকাশে উঠছিল এবং সেই সময় আরেকটি বিমান অবতরণ করছিল ৷ এতেই দু'টি বিমানের মধ্যে ধাক্কা লেগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এরপরেই দু'টি বিমানে আগুন ধরে যায় ৷ এই দুর্ঘটনায় পাঁচজন যাত্রীরই মৃত্যু হয়েছে ৷ কীভাবে, কেন এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছেন আধিকারিকরা ৷
গত 14 সেপ্টেম্বর মুম্বই বিমানবন্দরে একটি দুর্ঘটনা ঘটে ৷ তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ সেটি ব্যক্তিগত বিমান ছিল ৷ বিমানবন্দরে অবতরণের সময় ভিএসআর ভেঞ্চারস লিয়ারজেট 45 এয়ারক্রাফ্ট বিমানটি দুর্ঘটনায় পড়ে ৷ বিশাখাপত্তনম থেকে মুম্বইগামী ওই বিমানে 6 জন যাত্রী ছিলেন ৷ এর সঙ্গে 2 জন বিমান কর্মীও ৷