বালুচিস্তান, 25 ডিসেম্বর: ক্রিসমাসের দিন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান ৷ এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর মিলেছে (several died in Multiple blasts in Balochistan) ৷ আহত হয়েছেন 10 জন ৷
বালুচিস্তানের কোয়েটা শহরে রবিবার এই বিস্ফোরণের ঘটনাগুলি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ কোয়েটা বালুচিস্তানের বৃহত্তম শহর ৷ এই শহরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাবজাল রোডে এদিন গ্রেনেড নিয়ে হামলা চালানো হয় ৷ এই বিস্ফোরণে 4 জন আহত হন ৷ তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে 5 জনের মৃত্যুর কথা বলা হয়েছে (Multiple blasts in Pakistans Balochistan kill five) ৷ মৃতদের মধ্যে সেনা জওয়ানরা রয়েছেন বলেও খবর (Blasts in Pakistan)৷
এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদুজ বিজেনজো ৷ তিনি শহরের পুলিশ প্রধানকে নিরাপত্তা আরও কড়া করার নির্দেশ দিয়েছেন ৷ উল্লেখ্য, গত কয়েকদিনে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে একের পর এক জঙ্গিহানার ঘটনা ঘটেছে ৷ কদিন আগেই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি থানায় হামলা চালায় জঙ্গিরা ৷