পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Earthquake in Pakistan: শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে মৃত 11 , আহত বহু

গতকাল রাতে আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। এই পার্বত্য অঞ্চলের মাটির 180 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। প্রাথমিক তথ্যানুযায়ী পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চরসাদ্দা, লাহোর এবং রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরেও কম্পন অনুভূত হয়েছে (Earthquake Rattles Many Cities of Pakistan)। তার জেরে 11 জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে ৷ পাশাপাশি ঘটনায় আহতের সংখ্যা বহু ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 22, 2023, 8:02 AM IST

Updated : Mar 22, 2023, 8:45 AM IST

ইসলামাবাদ, 22 মার্চ:মঙ্গলবার পর পর দু'বার আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় ৷ তাতে এখন পর্যন্ত পাকিস্তানে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । কম্পনের উৎসস্থল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল । এই এলাকাটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত। আর সেই তীব্র ভূমিকম্পের রেশ এসে পৌঁছেছে উত্তর ভারতেও একাধিক রাজ্যে ৷ কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চরসাদ্দা, লাহোর এবং রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরেও ৷ হিন্দুকুশ পর্বতমালার মাটির 180 কিলোমিটার গভীরে ছিল মঙ্গলবার রাতের ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের জেরে আফগানিস্তানে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Several Died Due to Earthquake) ৷ তবে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকশ করেছে সেদেশের প্রশাসন ৷

ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিভিন্ন প্রদেশের নাগরিকরা। রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ছিল 4.4। দ্বিতীয়টির তীব্রতা ছিল 6.8, যা সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমের ফৈজাবাদ থেকে 133 কিলোমিটার দূরের এলাকা ছিল কম্পনের উৎসস্থল। আফগানিস্তান-পাকিস্তান এবং তাজিকিস্তান সীমান্তের কাছে ভূমিকম্প হয়। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকা-সহ জম্মু-কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন স্থায়ী হয়েছিল 40-50 সেকেন্ড।

সামাজিক মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন অনেকে। বাড়ি ও আবাসন ধসে যাওয়ার কারণেই এই 11 জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে সোয়াত জেলা পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ গন্ডাপুর পাক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, 150 জন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য সাইদু টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের যে কোনও পরিস্থিতি সামাল দিতে সতর্ক থাকতে বলেছেন।

আরও পড়ুন:শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত

স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেলের নির্দেশে রাজধানীর হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প কেন্দ্রের মতে, পাকিস্তান ছাড়াও ভারত, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চিন এবং কিরগিজস্তানেও কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইসলামাবাদে 6.3 মাত্রার ভূমিকম্প হয়। অন্যদিকে, 2005 সালে পাকিস্তানে মারাত্মক ভূমিকম্প হয়েছিল ৷ যাতে 74 হাজার জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন ৷

Last Updated : Mar 22, 2023, 8:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details