ইসলামাবাদ, 22 মার্চ:মঙ্গলবার পর পর দু'বার আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় ৷ তাতে এখন পর্যন্ত পাকিস্তানে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । কম্পনের উৎসস্থল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল । এই এলাকাটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবেই পরিচিত। আর সেই তীব্র ভূমিকম্পের রেশ এসে পৌঁছেছে উত্তর ভারতেও একাধিক রাজ্যে ৷ কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চরসাদ্দা, লাহোর এবং রাওয়ালপিন্ডি-সহ বিভিন্ন শহরেও ৷ হিন্দুকুশ পর্বতমালার মাটির 180 কিলোমিটার গভীরে ছিল মঙ্গলবার রাতের ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের জেরে আফগানিস্তানে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Several Died Due to Earthquake) ৷ তবে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকশ করেছে সেদেশের প্রশাসন ৷
ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিভিন্ন প্রদেশের নাগরিকরা। রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ছিল 4.4। দ্বিতীয়টির তীব্রতা ছিল 6.8, যা সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমের ফৈজাবাদ থেকে 133 কিলোমিটার দূরের এলাকা ছিল কম্পনের উৎসস্থল। আফগানিস্তান-পাকিস্তান এবং তাজিকিস্তান সীমান্তের কাছে ভূমিকম্প হয়। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকা-সহ জম্মু-কাশ্মীর, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন স্থায়ী হয়েছিল 40-50 সেকেন্ড।