পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bangladesh Trawler Capsized: ভেসেলে ধাক্কা খেয়ে উলটে গেল যাত্রীবাহী ট্রলার! 3 শিশু-সহ মৃত কমপক্ষে আট

ভয়াবহ ট্রলারডুবি বাংলাদেশে! মৃত কমপক্ষে আট ৷ তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে ৷ পদ্মা নদীর একটি শাখা নদীতে রবিবার একটি যাত্রীবোঝাই ট্রলার ও বালি-বোঝাই ভেসেলের সংঘর্ষ হয় ৷ তাতেই বিপত্তি!

Bangladesh Trawler Sinks Tragedy
ভেসেলে ধাক্কা যাত্রীবাহী ট্রলারের

By

Published : Aug 6, 2023, 4:44 PM IST

ঢাকা, 6 অগস্ট:বাংলাদেশে ডুবল ট্রলার! শনিবার রাত সাড়ে আটটা নাগাদ পদ্মা নদীর একটি শাখায় 46 জন যাত্রীকে নিয়ে একটি ট্রলার বালি বোঝাই একটি ভেসেলকে ধাক্কা মারে ৷ তাতে কমপক্ষে আটজনের মৃ্ত্যুর খবর মিলেছে ৷ মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহমেদ জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে মুন্সিগঞ্জ জেলায় দুর্ঘটনাটি ঘটে ৷

তিনি সেদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত, আটজনের দেহ উদ্ধার হয়েছে ৷ নিহতরা হলেন, সাকিবুল (10), সাজিবুল (5), মোকসুদা (40), হুমায়রা (5 মাস), ফারিয়ান (8) ৷ বাকি তিনজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। উদ্ধার করে চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে তিন শিশুর দেহও উদ্ধার হয়েছে ৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পাশের সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে সাধারণ মানুষ পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে 46-47 জন যাত্রী ছিলেন। পদ্মা সেতু ও আশপাশের এলাকা ঘুরে ফেরার পথে লৌহজং এলাকায় বালিবোঝাই একটি ভেসেলের সঙ্গে ধাক্কায় সেটি ডুবে যায়।

আরও পড়ুন:মর্মান্তিক নৌকাডুবি ফিলিপিন্সে, মৃত কমপক্ষে 30

অন্ধকারে দৃশ্যমানতার অভাবের কারণেই এই সংঘর্ষ বলে জানা গিয়েছে। ট্রলারের যাত্রীদের অধিকাংশই সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হন ৷ পুলিশ সুপার আসলাম খান বলেন, "স্থানীয়দের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। অধিকাংশই সাঁতরে তীরে উঠতে পেরেছেন ৷ এখনও 34 জন নিখোঁজ রয়েছেন ৷ রাতে নদীতে প্রবল স্রোত থাকার ফলে ফায়ার সার্ভিসের ডুবুরিদের উদ্ধার কাজ চালাতে ভীষণ বেগ পেতে হয় ৷ রবিবার সকাল থেকে নিখোঁজদের ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।" জানা গিয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 25 হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:ইলিশের খোঁজে গিয়ে ফেরার পথে দিঘা মোহনায় উলটে গেল দু'টি ট্রলার

ABOUT THE AUTHOR

...view details