ইসলামাবাদ, 8 অক্টোবর: শক্তিশালী ভূমিকম্প এবং একের পর এক আফটার শকে কেঁপে উঠল আফগানিস্তানের পশ্চিম অংশ ৷ ঘটনায় কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা ৷ এই সংখ্যা আরও বেশিও হতে পারে ৷ দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল 6.3 ৷
রাষ্ট্রসংঘ প্রাথমিকভাবে জানিয়েছে, 320 জনের মৃত্যু হয়েছে ৷ তবে পরে তারা আরও জানায়, এই সংখ্যা যাচাই করতে হবে ৷ স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হিসেব অনুযায়ী, প্রায় 100 জন প্রাণ হারিয়েছেন এই শক্তিশালী ভূমিকম্পে ৷ আহতের সংখ্যা আনুমানিক 500 ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, 465টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি 135টি বাড়ি ৷
এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার কাজও শুরু হয়েছে ৷ আশঙ্কা, বহু বহু মানুষ স্তূপের নীচে রয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের মুখপাত্র মহম্মদ আবদুল্লা জান বলেন, "হেরাট প্রদেশের জেনদা জান জেলায় 4টি গ্রাম ভূমিকম্পে এবং পরবর্তী কম্পনে ধ্বংস হয়ে গিয়েছে ৷"
রাষ্ট্রসংঘের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হেরাট থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ৷ ভূমিকম্পের পর তিনটি শক্তিশালী আফটার শকও হয় ৷ রিখটার স্কেলে তাদের তীব্রতা ছিল যথাক্রমে 6.3, 5.9 এবং 5.5 ৷ শনিবার দুপুরে ব্যস্ত সময়ে কেঁপে ওঠে হেরাট শহর ৷