পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Philippines Boat Tragedy: মর্মান্তিক নৌকাডুবি ফিলিপিন্সে, মৃত কমপক্ষে 30

রাতে ঝোড়ো হাওয়ায় দুলেছিল মোটরচালিত নৌকাটি ৷ স্বভাবতই ভীত হয়ে পড়েন যাত্রীরা ৷ বেশ কয়েকজন যাত্রী নৌকাটির একদিকে চলে আসেন ৷ সেই ভারেই নৌকাটি ডুবে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ৷

ETV Bharat
নৌকাডুবি ফিলিপিন্সে

By

Published : Jul 28, 2023, 9:38 AM IST

ম্যানিলা, 28 জুলাই:নৌকাডুবিতে কমপক্ষে 30 জনের মৃত্যু ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের রাজধানী মানিলার কাছে একটি বড় জলাশয়ে ৷ নৌকায় থাকা যাত্রীদের মধ্যে প্রায় 40 জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর ৷ বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ। দেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এমবিসিএ প্রিন্সেস আয়া নামে নৌকাটি বিনানগোনানে ডুবে গিয়েই এই বিপত্তি ৷

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 1টা নাগাদ ৷ সেই সময় ঝোড়ো হাওয়ায় মোটরচালিত এই নৌকাটি দুলতে থাকে ৷ যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় ৷ একদল যাত্রী নৌকাটির এক ধারে চলে এসে ভিড় জমায় ৷ তার ভারেই এই নৌকাডুবি বলে প্রাথমিকভাবে মনে করছে প্রশাসন ৷ স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উদ্ধার করা যাত্রী এবং মৃতের সংখ্যা এখনও নিশ্চিত নয় ৷

এলাকায় যাত্রীদের উদ্ধারকার্য চলছে ৷ দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ওই নৌকাটিতে সওয়ার ছিলেন সেটাও স্পষ্ট নয় ৷ রাজধানী থেকে এই জায়গাটিতে যেতে দু'ঘণ্টা সময় লাগে ৷ পুলিশ জানিয়েছে, তীব্র ঝোড়ো হাওয়ায় ওই ছোট নৌকাটি দুলছিল ৷ সেখানে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার, চেঁচামেচি করছিলেন ৷ এরপর নৌকাটির একদল যাত্রী একটি দিকে চলে আসে ৷ সেই দিকটি অন্য দিকের তুলনায় ভারী হয়ে যায় ৷ একদিকে ওজন বেশি হয়ে যাওয়ায় সেই চাপে নৌকাটি ভারসাম্য রাখতে পারেনি ৷ তারপরই তালিম দ্বীপের কাছে সেটি ডুবে যায় ৷

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে মৃত অন্তত 15, নিখোঁজ 19

নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনও সন্ধান চলছে ৷ ডুবুরি নামিয়ে জলাশয় থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে ৷ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ তবে অন্ধকার ও আবহাওয়ার কারণে তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ তাই রাতে কিছুক্ষণ উদ্ধারকার্য বন্ধ রাখতে হয় প্রশাসনকে ৷ সকাল হতেই ফের নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি অভিযানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details