আনকারা, 21 ফেব্রুয়ারি: এক সোমবারের পর আরেক সোমবার ৷ ফের কেঁপে উঠল তুরস্ক-সিরিয়া ৷ সোমবার বিকেলে স্থানীয় সময় 5টা নাগাদ জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের দক্ষিণে অবস্থিত হাতায় প্রদেশ ৷ রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল 6.4 ৷ এর মাত্র 3 মিনিট পরেই 5.8 তীব্রতার দ্বিতীয় ভূমিকম্প ৷ কেন্দ্রস্থল হাতায় প্রদেশের ডেফন শহর (Town of Defne, in Turkey’s Hatay province) ৷ প্রথম ভূকম্পনটি মাটির 16.7 কিলোমিটার (10.4 মাইল) গভীরে হয়েছে ৷ আর দ্বিতীয়টি 7 কিমি (4.3 কিমি) ৷ দু'টি কম্পনই অনেক দূর পর্যন্ত অনুভূত হয়েছে ৷
20 ফেব্রুয়ারি বিকেলের এই প্রাকৃতিক বিপর্যয়ে কমপক্ষে 3 জন মারা গিয়েছেন ৷ আহতের সংখ্যা এখনও পর্যন্ত 213 ৷ বিষয়টি নিশ্চিত করেছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সুলেমান সোলু ৷ এবারেও বহু বাড়ি ভেঙে পড়েছে ৷ অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন ৷ সিরিয়াতেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ৷ মন্ত্রী জানিয়েছেন, তল্লাশি চলছে এবং উদ্ধারকার্য শুরু হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতর এএফএডি দেশবাসীকে সতর্ক করেছে, কেউ যেন সমুদ্র উপকূলে না যায় ৷ কারণ এই ভূমিকম্পের পর সমুদ্রে জলস্তরের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং তা 50 সেন্টিমিটার (1.6 ফুট) পর্যন্ত হতে পারে ৷ প্রসঙ্গত তুরস্ক ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত ৷ তুরস্ক ও সিরিয়া ভূকম্পন প্রবণ এলাকা ৷
আরও পড়ুন: ধ্বংসলীলার 5 দিন পর জীবন্ত উদ্ধার একই পরিবারের 5 সদস্য !