চিলাস (পাক অধিকৃত কাশ্মীর), 3 ডিসেম্বর:বাস লক্ষ্য করে বন্দুকবাজের গুলি, ঘটনায় কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে ৷ আর আহত হয়েছেন 26 জন ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিসতানে ৷ শনিবার এই খবরটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ৷
ডেপুটি কমিশনার ডায়ামার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আরিফ আহমদ জানিয়েছেন, বন্দুকবাজের এই হামলা চালানোর এই ঘটনাটি ঘটেছে চিলাস জেলায় ৷ তিনি আরও জানিয়েছেন, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরে বাসটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে ৷ ওই বাসটি ঘিজার থেকে রাওয়ালপিণ্ডির উদ্দেশ্যে যাচ্ছিল ৷ তিনি 8 জনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন ৷
এর আগেও চিলাসের কাছে একটি বাস দুর্ঘটনা ঘটে ৷ তাতে অন্ততপক্ষে 3 জন যাত্রীর মৃত্যু হয় ৷ 24 জন জখম হয়েছিলেন ৷ ওই বাসটি রাওয়ালপিণ্ডি থেকে কারদুর দিকে যাচ্ছিল ৷ বাসটির সঙ্গে উলটো দিক থেকে আসা আরেকটি গাড়ির ধাক্কা লাগে ৷ বাসটি খাদে পড়ে যায় ৷ তিনজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷
বাস দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 7 ফেব্রুয়ারি কারাকোরাম হাইওয়েতে আরেকটি ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে ৷ যাত্রীবাহী বাসের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ৷ কারাকোরাম হাইওয়ের কাছে কোহিস্তান শাতিয়াল চৌকির কাছে গিলগিট-বালতিসস্তানের চিলাস শহরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় মৃত্যু হয় 25 জনের ৷ বহু যাত্রী আহত হন ৷ ওই বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন ৷ বাসটির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায় ৷
আরও পড়ুন:
- নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং লটে ঢুকে পড়ল সরকারি বাস, দিল্লিতে মৃত এক
- নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডার ভেঙে নীচে পড়ল বাস, আহত 20
- বাসন্তী রাজ্য সড়কে গাছে ধাক্কা বাসের, আহত কমপক্ষে 20