সিউদাদ মাদেরো (মেক্সিকো), 2 অক্টোবর: রবিবারের প্রার্থনা চলাকালীন গির্জার ছাদ ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে উত্তর মেক্সিকোতে ৷ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 60 জন ৷ ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর সিউদাদ মাদেরো শহরে ৷ কর্তৃপক্ষ জানিয়েছে যে বিপর্যয় মোকাবিলা দল গতকাল সারা রাত এবং সোমবার সকালেও তল্লাশি চালাচ্ছে ৷ ধ্বংসাবশেষের নীচ থেকে বেঁচে থাকাদের উদ্ধার করা হচ্ছে ৷ বাড়তে পারে মৃত্যুর সংখ্যা বলে আশংকা প্রশাসনের ৷
যখন ছাদটি ভেঙে পড়ে মনে করা হয়েছিল আনুমানিক 30 জন প্যারিশিয়ান ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন ৷ তবে পরে সংখ্যাটা বাড়তে থাকে ৷ উদ্ধারকারীরা ছাদের স্ল্যাবের নীচে হামাগুড়ি দিয়ে ঢুকে আটকে থাকাদের উদ্ধার করে নিয়ে আসে ৷ এমনকী জীবিতদের সন্ধান করতে যাতে সুবিধা হয় তার জন্য বিপর্যয় মোকাবিলা দল কুকুরও নিয়ে আসে । তামাউলিপাস রাজ্য পুলিশ জানিয়েছে, ধসের সময় গির্জায় প্রায় 100 জন লোক ছিল ।
রাজ্যের নিরাপত্তা মুখপাত্রের কার্যালয় সোমবার ভোরে বলেছে যে ধ্বংসস্তূপ থেকে 10 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ ঘটনাটি সম্ভবত নির্মাণ ত্রুটির কারণে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে ৷ জানা গিয়েছে, 60 জন আহতের মধ্যে 23 জন হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর । তামাউলিপাস রাজ্য পুলিশ জানিয়েছে, ন্যাশনাল গার্ডের ইউনিট, রাজ্য পুলিশ এবং রাজ্য সিভিল ডিফেন্স অফিস এবং রেড ক্রস এই অভিযানে কাজ করছে ।