পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bangladesh Depot Blast: বাংলাদেশে রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে 40, জখম 450

বাংলাদেশের রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুনে পরপর বিস্ফোরণের (Bangladesh Depot Blast) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 40 ৷ জখম হয়েছে 450-ওর বেশি (Bangladesh fire)৷

several Dead, Over 450 Injured In Bangladesh In Fire At Container Depot
বাংলাদেশে রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন-বিস্ফোরণ; মৃত 16, জখম 450

By

Published : Jun 5, 2022, 11:11 AM IST

Updated : Jun 5, 2022, 2:46 PM IST

চট্টগ্রাম, 5 জুন: বাংলাদেশের রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুনে পরপর বিস্ফোরণ (Bangladesh Depot Blast) ৷ মৃত্যু হল অন্তত 40 জনের ৷ জখম হয়েছেন 450-রও বেশি ৷ শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লেগে যায় (Bangladesh fire)৷ তার থেকেই হয় বিরাট বিস্ফোরণ ৷

শনিবার উপজিলার কদমরসুল এলাকায় বিএম কন্টেনার ডিপোতে বিধ্বংসী আগুন লাগে ৷ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতাল পুলিশ আউটপোস্টের সাব-ইনস্পেক্টর নুরুল আলম জানান, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে যে, রাসায়নিকের থেকেই ডিপোয় আগুন লেগেছে ৷ দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন যখন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে, তখন পরপর কয়েকটি বিস্ফোরণ হয় গুদামে ৷ সেই বিস্ফোরণের পর আগুন আরও ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে ৷

আরও পড়ুন:Bandhan Express : কলকাতা থেকে খুলনা, ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু

নুরুল আলম জানিয়েছেন, রাত প্রায় 9টা নাগাদ আগুন লাগে ৷ তবে তার কয়েক ঘণ্টা পর, পৌনে বারোটায় বিরাট বিস্ফোরণ হয় ৷ তার থেকেই একটি কন্টেনার থেকে অন্যান্য কন্টেনারে আগুন ছড়িয়ে পড়ে ৷ স্বাস্থ্য পরিষেবা দফতরের প্রধান ইস্তাকুল ইসলাম মৃতের সংখ্যা নিশ্চিত করে জানান, "এই ঘটনায় 450-রও বেশি জখম হয়েছেন ৷ 350 জন ভর্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷"

সূত্রের খবরে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই তীব্র ছিল যে, আশপাশের বাড়ির জানলার কাচে চিড় ধরেছে ৷ চট্টগ্রাম দমকল বিভাগের সহকারী অধিকর্তা মহম্মদ ফারুক হোসেন সিকদার জানিয়েছেন, "আগুন নেভাতে কাজ চালিয়েছে দমকলের 19টি ইঞ্জিন ৷ ঘটনাস্থলে রাখা হয়েছিল 6টি অ্যাম্বুল্যান্স ৷"

Last Updated : Jun 5, 2022, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details