পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indonesia Earthquake: ভয়াবহ ভূকম্পে কাঁপল জাকার্তা ! মৃত কমপক্ষে 162, আহত 700 - Strong earthquake hit Indonesia

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.6 । ঘটনায় কমপক্ষে 162 জনের মৃত্যু হয়েছে (Several dead after Strong earthquake) । আহত হয়েছেন অন্তত 700 জন ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 21, 2022, 3:10 PM IST

Updated : Nov 21, 2022, 11:01 PM IST

জাকার্তা, 21 নভেম্বর: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া । সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, ঘটনায় কমপক্ষে 162 জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অন্তত 700 জন । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.6 । কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছে (Several dead after Strong earthquake hit Indonesia) ।

ভূমিকম্পটির উৎসস্থল রাজধানী জাকার্তা । রাজধানী জাকার্তার প্রায় 75 কিমি (45 মাইল) দক্ষিণ-পূর্বে। অঞ্চলটিতে 2.5 মিলিয়নেরও বেশি লোকের বাসস্থান । কয়েকশো রোগীকে হাসপাতালের পার্কিং লটে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিছুজনকে জরুরি তাঁবুর নিচে । সিয়ানজুরের অন্য জায়গায়, লোকেরা খোলা মাঠে বা তাঁবুতে জড়ো হয়েছেন ।

আরও পড়ুন: ফিলিপিন্সে জোরালো ভূমিকম্প, তীব্রতা 7

স্থানীয় একটি টিভি চ্যানেলকে সিয়াঞ্জুর প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান বলেন, "আমি আপাতত যে তথ্য পেয়েছি, শুধুমাত্র একটি হাসপাতালেই প্রায় 20 জন মারা গিয়েছেন । কমপক্ষে 300 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে । এখানে আরও তিনটি হাসপাতাল রয়েছে । মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়বে ।" তার খানিক পরেই ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির প্রধান সুহরিয়ানতো জানিয়ে দেন, সিয়াঞ্জুর আঞ্চলিক হাসপাতালে 46 জন মারা গিয়েছে । প্রায় 700 জন লোক আহত হয়েছেন । একটি ইসলামিক বোর্ডিং স্কুল, একটি হাসপাতাল এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 162 জনে । এখনও হাসপাতালগুলিতে ক্রমশ রোগীর সংখ্যা বেড়েই চলেছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করছেন উদ্ধারকারীরা ।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের দোটি, মৃত কমপক্ষে 6

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি 6.2 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 25 জন নিহত এবং 460 জনেরও বেশি আহত হন । 2021 সালের জানুয়ারিতে, পশ্চিম সুলাওয়েসি প্রদেশে 6.2 মাত্রার একটি ভূমিকম্পে 100 জনেরও বেশি লোক নিহত এবং প্রায় 6,500 জন আহত হন ।

Last Updated : Nov 21, 2022, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details