নারা, 9 জুলাই: একবার নয় দু'বার । খুব কাছ থেকে গুলি করা হয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-কে ৷ সূত্রের খবর, এই গুলির শব্দটা সাধারণ আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলির আওয়াজের মতো জোরালো নয় ৷ এমনকী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গুলি করার সময় আততায়ীর বন্দুক থেকে সামান্য ধোঁয়াটুকুও বের হয়নি বলে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদসংস্থার রিপোর্টে ৷ কেবল ভাষণ দিতে দিতে লুটিয়ে পড়েন শিনজো ৷ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে এই নৃশংস ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন (Security of Shinzo Abe raises question as Tetsuya Yamagami shot from short distance in Nara) ৷
তবে শিনজো আবেকে গুলি করে পালিয়ে যায়নি তেতসুয়া ইয়ামাগামি ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সে জাপানের নৌসেনার পূর্বতন সক্রিয় কর্মী ৷ 2005-এ চাকরি ছেড়ে দেয় ৷ আততায়ীর কাছ থেকে 40 সেন্টিমিটার (প্রায় 15 ইঞ্চি) দৈর্ঘ্যের একটি আগ্নেয়াস্ত্র মিলেছে, যেটি বাড়িতেই বানানো ৷ ইয়ামাগামির অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েও একাধিক অস্ত্র, কম্পিউটার পাওয়া গিয়েছে ৷
তেতসুয়া শিনজো আবের এত কাছাকাছি এল কী করে ?
মাত্র 5 সেন্টিমিটারের দূরত্ব থেকে শিনজো আবেকে গুলি করে তেতসুয়া ৷ গুলি করার ঠিক আগের ছবিতে দেখা যাচ্ছে, ধূসর রঙের টি-শার্ট আর খাকি কার্গো প্যান্ট পরিহিত জাপানের প্রাক্তন নৌ-সেনাকে ৷ কাঁধে একটা ক্রশ-শোল্ডার ব্যাগ ৷ হয়তো তাতেই লুকিয়ে ছিল আগ্নেয়াস্ত্র ৷
শিনজো আবেকে নিয়ে ইয়ামাগামির মনে অসন্তোষ ছিল ৷ 67 বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করতেই এসেছিল সে ৷ পরিণতি ? সবার নজর এড়িয়ে শিনজোর ঘাড় লক্ষ্য করে দু'বার গুলি ছোড়া ৷ এটা কি আগে থেকে ছক কষে করা হয়েছে, নাকি হঠাৎই? পুলিশ কাছে সদুত্তর নেই এখনও ৷
আরও পড়ুন: শেষরক্ষা হল না, মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে