ইসলামাবাদ, 13 এপ্রিল:একটি হোটেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (Scuffle breaks out between PTI, PPP supporters) এক সমর্থকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন ভিন্নমত পোষণকারী আইনপ্রণেতা নুর আলম খান (Scuffle between PTI-PPP supporters)৷ ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ সেখানে দেখা গিয়েছে, খানকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করে তাঁর বিরুদ্ধে তোপ দাগছেন এক বৃদ্ধ ৷ তাতেই তাঁর উপর চটে যান নুর আলম খান ৷ বাধে হাতাহাতি ৷
মঙ্গলবার ইসলামাবাদের (Pakistan politics) একটি হোটেলে ঘটে এই ঘটনা ৷ পিটিআই-এর এক কর্মী জানিয়েছেন, ওই হোটেলে মুস্তফা নওয়াজ খোখার, নাদিম আফজল চান ও ফয়জল করিম কুন্দি-সহ অন্যান্য পিপিপি নেতাদের সঙ্গে ইফতারের নৈশভোজ সারছিলেন নুর আলম খান ৷ সেখানেই উপস্থিত ছিলেন পিটিআই-এর সমর্থক ওই বৃদ্ধ ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিন্নমত পোষণকারী খানকে বিশ্বাসঘাতক বলে অভিযোগ করেন বৃদ্ধ ৷ তিনি খানকে লক্ষ্য করে একটি বোতলও ছুড়ে মারেন বলে অভিযোগ ৷ এরপরই খান ও ওই বৃদ্ধের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় ৷ যা পৌঁছে যায় হাতাহাতিতে ৷