রিয়াদ (সৌদি আরব), 10 জানুয়ারি: হজ যাত্রায় আসা পুণ্যার্থীদের সংখ্যা ও বয়সসীমা সংক্রান্ত কোনও বিধিনিষেধ থাকবে না আর (Saudi Arabia Removes Restrictions on Hajj Pilgrim Numbers and Age Limit) ৷ করোনা পরবর্তী পরিস্থিতি মাথায় রেখে সোমবার এমনটাই ঘোষণা করেছে সৌদি আরব সরকার ৷ সৌদির হজ মন্ত্রী এবং উমরাহ তৌফিক আল-রাবিআহ (Minister of Hajj Umrah Tawfiq Al Rabiah) এক বিবৃতিকে সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন ৷ 2023 হজ এক্সপোতে তৌফিক আল-রাবিআহ জানিয়েছেন, করোনা পরবর্তী পর্যায়ে এবার প্রচুর পুণ্যার্থী হজে এসেছেন ৷ সেই কারণে হজে পুণ্যার্থীদের সংখ্যার উপরে কোনওরকম বিধিনিষেধ থাকবে না ৷
এনিয়ে উমরাহ এবং হজ মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "হজ এক্সপো 2023 সালের সূচনার সময় হজ মন্ত্রী এবং উমরাহ ঘোষণা করেছেন যে 1444এইচ সালে হজযাত্রীদের সংখ্যায় বয়সের কোনও সীমাবদ্ধতা থাকবে না ৷ এমনকী করোনা ভাইরাস অতিমারির আগে যেমন পুণ্যার্থীরা আসতেন, সেই পরিস্থিতি ফিরিয়ে আনা হবে ৷"