দুবাই, 13 সেপ্টেম্বর: তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হলে কী হবে, রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যু ভীষণভাবে নাড়া দিয়েছিল তাঁকে ৷ মক্কার গ্র্যান্ড মসজিদে (Mecca Grand Mosque) দাঁড়িয়ে ধর্মের বেড়াজাল টপকে ব্রিটেনের রানির মৃত্যুতে শোক জানিয়েছিলেন ৷ ফলশ্রুতি হিসেবে জুটল পুলিশের হাতখড়ি ৷ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করে সৌদি পুলিশের হাতে গ্রেফতার এক ইয়েমেনি (Saudi Arabia arrests man over pilgrimage for Queen Elizabeth II)৷
মক্কার মসজিদে সফররত অবস্থায় ব্রিটেনের রানির মৃত্যুসংবাদ পৌঁছেছিল তাঁর কানে ৷ কিন্তু দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে আবেগ সংবরণ করতে পারেননি তিনি ৷ মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরে দাঁড়িয়েই রানির মৃত্যুতে শোকাহত ইয়েমেনের ওই অধিবাসী ব্যানারে লিখে শোকবার্তা জ্ঞাপন করেছিলেন ৷ পরিণতি যে ভয়ংকর হতে পারে, তা হয়তো তিনি আঁচ করতে পারেননি মোটেই ৷ তাই শোকজ্ঞাপনের ভিডিয়ো সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েও দিয়েছিলেন আরও মানুষের মধ্যে ৷ শেষমেশ কর্মের ফল হিসেবে সৌদি আরবের পুলিশের হাতে গ্রেফতার হতে হল ইয়েমেনের ওই ব্যক্তিকে ৷ নাম-সহ যাঁর বাকি পরিচয় এখনও অজ্ঞাত ৷