ওয়াশিংটন, 30 নভেম্বর: একবিংশ শতাংশের দু'দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে ৷ এবার আইনি অধিকারের পথে আরেক ধাপ এগিয়ে গেল সমকাম বিবাহ ৷ মঙ্গলবার, 29 নভেম্বর আমেরিকান কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট সমকাম বিবাহকে বৈধতা দিয়ে বিল পাশ করল ৷ 2015-য় দেশের সর্বোচ্চ আদালত 'গে ম্যারেজ' অর্থাৎ পুরুষের সঙ্গে পুরুষের বিবাহকে আইনি বৈধতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে ৷ তারপর থেকে দেশের হাজার হাজার সমকাম যুগল এদিনের অপেক্ষায় ছিল (Landmark same sex marriage bill wins Senate passage) ৷ শেষমেশ স্বপ্নপূরণ হল তাঁদের ।
2024 সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন (America President Election 2024) ৷ তার আগে মার্কিন সেনেটের এই আইন পাশ কার্যত একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এই বিলটি ফেডারেল আইনের আওতায় সমকাম এবং সমজাত বিবাহকে (Interracial Marriage) আইনি নিশ্চয়তা দেবে ৷ এদিন 61-36 ভোটে বিল পাশ হয় ৷ 12 জন রিপাবলিকান এই বিলকে সমর্থন জানিয়েছেন ৷ এবার হাউজ়ের চূড়ান্ত ভোটের অপেক্ষা ৷