পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Salman Rushdie New Novel: সাহিত্যের আঙিনায় ফিরলেন রুশদি, হামলার 6 মাস পর সামনে এল 'ভিকট্রি সিটি' ! - ভিক্ট্রি সিটি

সলমন রুশদির নতুন উপন্যাস প্রকাশিত হল (Salman Rushdie releases New Novel) ৷ 'ভিকট্রি সিটি' (Victory City)-তে কার জয়ের কাহিনি লিখেছেন তিনি ?

Salman Rushdie releases his New Novel after six months of knife attack on him
প্রকাশ্যে সলমন রুশদির নতুন উপন্যাস

By

Published : Feb 6, 2023, 8:53 PM IST

Updated : Feb 6, 2023, 10:28 PM IST

লন্ডন, 6 ফেব্রুয়ারি: হামলাকারীর ছুরিতে ক্ষতবিক্ষত হওয়ার পর প্রায় 6 মাস কেটে গিয়েছে ৷ আবারও সাহিত্যের মঞ্চে 'হাজির' সলমন রুশদি ! আমেরিকায় তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন এক ব্যক্তি ৷ সেই ঘটনায় মারাত্মক জখম হন জনপ্রিয় এই সাহিত্যিক ৷ সেই ভয়াবহ অতীত পিছনে ফেলে নিজের নতুন উপন্যাস 'প্রকাশ করলেন' সলমন (Salman Rushdie releases New Novel) ৷ উপন্য়াসের নাম 'ভিকট্রি সিটি' (Victory City) ! অর্থাৎ, 'বিজয় শহর' !

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর নয়া উপন্যাসে এক নারীর কাহিনি শুনিয়েছেন সলমন ৷ সেই নারী আজকের যুগের নন ৷ তিনি চতুর্দশ শতাব্দীর প্রতিনিধি ৷ একটি শহরে নিজের রাজত্ব কায়েম করতে সেই নারী পিতৃতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে সরব হন ৷

এটি সলমন রুশদি 15তম উপন্য়াস ৷ সূত্রের দাবি, আমেরিকার মঞ্চে হামলার শিকার হওয়ার আগেই এই উপন্যাসটি লেখার কাজ শেষ করে ফেলেছিলেন তিনি ৷ শোনা যাচ্ছে, সলমন রুশদির এই নয়া উপন্যাসটি আদতে একটি ঐতিহাসিক নারী চরিত্রের উপর চিত্রিত মহাকাব্য ! যা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় ৷ সলমন সেই কাহিনিকেই ইংরেজিতে অনুবাদ করে নিজের মতো করে সাজিয়েছেন ৷ কাহিনির নায়িকার নাম পম্পা কম্পনা ৷ সে বয়সে তরুণী ৷ কিন্তু, তার তিন কুলে কেউ নেই ৷ অর্থাৎ, সে একজন অনাথা ! কিন্তু, সে বরপ্রাপ্ত ! তার কাছে রয়েছে জাদুর শক্তি ! সেই শক্তি পাথেয় করেই বিসনাগা নামে একটি শহর গড়ে তোলে সে ৷ এটিই হল সেই শহর, যেখানে রাজত্ব করবে এক নারী, কোনও পুরুষ নয় ৷

তবে, লেখনীর মাধ্যমে সলমন রুশদি আবার অনুরাগীদের মধ্যে এলেও সশরীরে প্রকাশ্যে আসতে পারেননি তিনি ৷ কারণ, এখনও তিনি অসুস্থ ৷ যদিও, সলমন দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল ৷ তিনি নিজে বই প্রকাশের অনুষ্ঠানে হাজির হতে না-পারলেও টুইটারের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সর্বদা যোগযোগ রাখছেন ৷

আরও পড়ুন:কীভাবে এখনও বেঁচে আছেন রুশদি, অবাক হামলাকারী

উল্লেখ্য, গত বছরের 12 অগস্ট নিউইয়র্কের একটি অনুষ্ঠান মঞ্চে আক্রান্ত হন সলমন রুশদি ৷ তার জেরে এখনও যুঝতে হচ্ছে 75 বছরের সাহিত্যিককে ৷ তাঁর উপর যে যুবক এই হামলা চালিয়েছিলেন, তাঁর নাম হ্যাডি মাটার ৷ 24 বছরের ওই যুবককে ঘটনার পরই গ্রেফতার করা হয় ৷ এই হামলায় সলমন রুশদির একটি চোখ মারাত্মকভাবে জখম হয় ৷ ঘটনার পর দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয় তাঁকে ৷

Last Updated : Feb 6, 2023, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details