লন্ডন, 6 ফেব্রুয়ারি: হামলাকারীর ছুরিতে ক্ষতবিক্ষত হওয়ার পর প্রায় 6 মাস কেটে গিয়েছে ৷ আবারও সাহিত্যের মঞ্চে 'হাজির' সলমন রুশদি ! আমেরিকায় তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন এক ব্যক্তি ৷ সেই ঘটনায় মারাত্মক জখম হন জনপ্রিয় এই সাহিত্যিক ৷ সেই ভয়াবহ অতীত পিছনে ফেলে নিজের নতুন উপন্যাস 'প্রকাশ করলেন' সলমন (Salman Rushdie releases New Novel) ৷ উপন্য়াসের নাম 'ভিকট্রি সিটি' (Victory City) ! অর্থাৎ, 'বিজয় শহর' !
প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর নয়া উপন্যাসে এক নারীর কাহিনি শুনিয়েছেন সলমন ৷ সেই নারী আজকের যুগের নন ৷ তিনি চতুর্দশ শতাব্দীর প্রতিনিধি ৷ একটি শহরে নিজের রাজত্ব কায়েম করতে সেই নারী পিতৃতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে সরব হন ৷
এটি সলমন রুশদি 15তম উপন্য়াস ৷ সূত্রের দাবি, আমেরিকার মঞ্চে হামলার শিকার হওয়ার আগেই এই উপন্যাসটি লেখার কাজ শেষ করে ফেলেছিলেন তিনি ৷ শোনা যাচ্ছে, সলমন রুশদির এই নয়া উপন্যাসটি আদতে একটি ঐতিহাসিক নারী চরিত্রের উপর চিত্রিত মহাকাব্য ! যা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় ৷ সলমন সেই কাহিনিকেই ইংরেজিতে অনুবাদ করে নিজের মতো করে সাজিয়েছেন ৷ কাহিনির নায়িকার নাম পম্পা কম্পনা ৷ সে বয়সে তরুণী ৷ কিন্তু, তার তিন কুলে কেউ নেই ৷ অর্থাৎ, সে একজন অনাথা ! কিন্তু, সে বরপ্রাপ্ত ! তার কাছে রয়েছে জাদুর শক্তি ! সেই শক্তি পাথেয় করেই বিসনাগা নামে একটি শহর গড়ে তোলে সে ৷ এটিই হল সেই শহর, যেখানে রাজত্ব করবে এক নারী, কোনও পুরুষ নয় ৷