পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

India Russia Relationship: ভারত-রাশিয়ার সম্পর্ক বিশ্বের দৃঢ়তম সম্পর্কগুলির অন্যতম, দাবি বিদেশমন্ত্রীর - ভারত রাশিয়া সম্পর্ক

বিশ্বের যতগুলি দেশের মধ্যে দৃঢ়তম সম্পর্ক রয়েছে, তার মধ্যে ভারত ও রাশিয়ার সম্পর্ক অন্যতম ৷ এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

S Jaishankar says India Russia Relationship is one of the steadiest among global relations
আন্তর্জাতিক অনুষ্ঠানমঞ্চে ভারত ও রাশিয়ার প্রতিনিধিরা

By

Published : Apr 17, 2023, 7:45 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল: বিশ্বের 'দৃঢ়তম' আন্তর্জাতিক সম্পর্কগুলির মধ্যে অন্যতম ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ৷ একটি আন্তর্জাতিক কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে এই মত প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ ৷ তাঁর সামনেই ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা সত্ত্বেও ব্যবসায়িক ভারসাম্যহীনতা নিয়ে সরব হন জয়শংকর ৷ তিনি বলেন, রুশ সম্পদ ও প্রযুক্তি ভারতের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করতে পারে ৷ জয়শংকর মনে করিয়ে দেন, এশিয়া একটি বৈচিত্রপূর্ণ মহাদেশ ৷ রাশিয়া নিজেও এই মহাদেশে নিজেদের উপস্থিতি ও সক্রিয়তা বাড়াতে চায় ৷ তাই ভারতের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাতে তাদেরও সুবিধাই হবে ৷

তবে, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হলেও একদমই যে কোনও সমস্যা নেই, এমনটা নয় ৷ এক্ষেত্রে জয়শংকরের বক্তব্য হল, ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ আরও দৃঢ় হচ্ছে ৷ কিন্তু, দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত কিছু ভারসাম্যহীনতা রয়েছে ৷ অবিলম্বে এই সমস্য়াগুলি দূর হওয়া উচিত বলে মনে করেন ভারতের বিদেশমন্ত্রী ৷ এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করেন তিনি ৷ বলেন, বিদেশের বাজারে পণ্যের অবাধ প্রবেশ, শুল্ক সংক্রান্ত বিভিন্ন বাধা এবং দাম মেটানো সংক্রান্ত ও পরিকাঠামোগত সমস্যাগুলি এক্ষেত্রে অন্যতম ৷

আরও পড়ুন:মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠক নির্মলার, ঋণ সংকট নিয়ে কথা

প্রসঙ্গত, ইউক্রেনের উপর রুশ আক্রমণের জেরে পশ্চিমী দুনিয়ার সঙ্গে দূরত্ব বেড়েছে রাশিয়ার ৷ কিন্তু, তারপরও নয়াদিল্লি মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে ৷ এমনকী, দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদানপ্রদানও হয়েছে ৷ তা নিয়ে আমেরিকা-সহ বাকি দুনিয়ার অধিকাংশ দেশই নানাভাবে নিজেদের অসন্তোষ প্রকাশ করলেও ভারত সেসবে পাত্তা দেয়নি ৷ এদিনের অনুষ্ঠানে জয়শংকর বলেন, "আমার মনে হয়, বাণিজ্যের ক্ষেত্রে স্বল্প ও মাঝারি সময়কালীন সমস্য়াগুলি সমাধান করার বিষয়ে আমাদের সৎ হওয়া উচিত ৷" এর পাশাপাশি, বাণিজ্য ক্ষেত্রে ভারত এই মুহূর্তে কী ধরনের সমস্য়ার মোকাবিলা করছে, তাও তুলে ধরেন বিদেশমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details