নয়াদিল্লি, 17 এপ্রিল: বিশ্বের 'দৃঢ়তম' আন্তর্জাতিক সম্পর্কগুলির মধ্যে অন্যতম ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ৷ একটি আন্তর্জাতিক কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে এই মত প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ ৷ তাঁর সামনেই ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা সত্ত্বেও ব্যবসায়িক ভারসাম্যহীনতা নিয়ে সরব হন জয়শংকর ৷ তিনি বলেন, রুশ সম্পদ ও প্রযুক্তি ভারতের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করতে পারে ৷ জয়শংকর মনে করিয়ে দেন, এশিয়া একটি বৈচিত্রপূর্ণ মহাদেশ ৷ রাশিয়া নিজেও এই মহাদেশে নিজেদের উপস্থিতি ও সক্রিয়তা বাড়াতে চায় ৷ তাই ভারতের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তাতে তাদেরও সুবিধাই হবে ৷
তবে, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হলেও একদমই যে কোনও সমস্যা নেই, এমনটা নয় ৷ এক্ষেত্রে জয়শংকরের বক্তব্য হল, ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ আরও দৃঢ় হচ্ছে ৷ কিন্তু, দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত কিছু ভারসাম্যহীনতা রয়েছে ৷ অবিলম্বে এই সমস্য়াগুলি দূর হওয়া উচিত বলে মনে করেন ভারতের বিদেশমন্ত্রী ৷ এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করেন তিনি ৷ বলেন, বিদেশের বাজারে পণ্যের অবাধ প্রবেশ, শুল্ক সংক্রান্ত বিভিন্ন বাধা এবং দাম মেটানো সংক্রান্ত ও পরিকাঠামোগত সমস্যাগুলি এক্ষেত্রে অন্যতম ৷