পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

S Jaishankar on Sudan: শান্তি ফিরুক, সুদান নিয়ে বৈঠকে জয়শঙ্কর-গুতেরেস - রাজধানীতে খার্তুমে ভারতীয় দূতাবাস

উত্তপ্ত সুদান ৷ সেনা- আধাসেনার লড়াই কিছুতেই থামছে না ৷ একদিকে খুশির ঈদ এসে গিয়েছে ৷ অন্যদিকে, সুদানে আটকে রয়েছে বহু ভারতীয় ৷ এমনই আবহে ভারতের বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে দেখা করলেন ৷

S Jaishankar
এস জয়শঙ্কর ও আন্তোনিও গুতেরেস

By

Published : Apr 21, 2023, 9:25 AM IST

নিউ ইয়র্ক, 21 এপ্রিল:অশান্ত সুদান । জারি গৃহযুদ্ধ ৷ সে দেশে আটকে বহু ভারতীয় ৷ তাঁদের নিরাপত্তার স্বার্থে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন ৷ তাঁদের মধ্যে সুদানের এই সংকটজনক পরিস্থিতি সমাধান নিয়েও কথাবার্তা হয় ৷ ঈদে সুদানে শান্তি ফেরাতে আন্তর্জাতিক স্তরে একাধিক দেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর ৷

বৃহস্পতিবার গুতেরেসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, "সুদানে বহু ভারতীয় রয়েছেন ৷ তাই এ বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ সুদানের পরিস্থিতি গুরুতর ৷ প্রচুর মানুষ সেখানে আটকে রয়েছেন ৷" গুয়ানা, পানামা, কলাম্বিয়া এবং ডিমিনিকান রিপাবলিকে যাওয়ার পথে হঠাৎ নিউ ইয়র্ক পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী ৷

তিনি সাংবাদিকদের বলেন, "গৃহযুদ্ধ থামানোর চেষ্টা করছে রাষ্ট্রসংঘ ৷ এই মুহূর্তে সেটা অবশ্য প্রয়োজনীয় ৷ যুদ্ধবিরতি না-হলে মানুষ সুরক্ষিত ভাবে সুদানের বাইরে আসতে পারবেন না ৷" জয়শঙ্করের সঙ্গে দেখা করার আগে রাষ্ট্রসংঘের মহাসচিব বিভিন্ন সংগঠনের কাছে যুদ্ধ থামানোর আবেদন জানান ৷ যুদ্ধ বন্ধ হলে ঈদে মানুষের জীবনে শান্তি ফিরবে বলে তিনি মনে করেন ৷

আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেন, "যুদ্ধবিরতির চেষ্টা দু'দুবার ব্যর্থ হয়েছে ৷ তবে আমার মনে হয়, এই মুহূর্তটা যুদ্ধবিরতির জন্য একেবারে সঠিক সময় ৷" 14 এপ্রিল সুদানে সামরিক বাহিনী এবং আধাসেনা ব়্যাপিড সাপোর্ট ফোর্স বা এআরএসএফের মধ্যে সংঘর্ষ বাধে ৷ তারপর থেকেই অশান্তি ছড়ায় দেশে।

সুদানে প্রায় 4 হাজার ভারতীয় আছেন ৷ রাজধানীতে খার্তুমে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী তাদের মধ্যে 1 হাজার 500 জন দীর্ঘদিন ধরে আফ্রিকা মহাদেশের এই দেশটিতে বাস করছেন ৷ গত শনিবার ভারতীয় নাগরিক অ্যালবার্ট অগস্টিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৷ বিদেশমন্ত্রী জয়শঙ্কর অবশ্য আশ্বস্ত করেছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে মোদি সরকার সব দিক দিয়ে চেষ্টা করছে ৷

আরও পড়ুন: গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান, অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্র

ABOUT THE AUTHOR

...view details