নিউ ইয়র্ক, 21 এপ্রিল:অশান্ত সুদান । জারি গৃহযুদ্ধ ৷ সে দেশে আটকে বহু ভারতীয় ৷ তাঁদের নিরাপত্তার স্বার্থে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করেন ৷ তাঁদের মধ্যে সুদানের এই সংকটজনক পরিস্থিতি সমাধান নিয়েও কথাবার্তা হয় ৷ ঈদে সুদানে শান্তি ফেরাতে আন্তর্জাতিক স্তরে একাধিক দেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর ৷
বৃহস্পতিবার গুতেরেসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, "সুদানে বহু ভারতীয় রয়েছেন ৷ তাই এ বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ সুদানের পরিস্থিতি গুরুতর ৷ প্রচুর মানুষ সেখানে আটকে রয়েছেন ৷" গুয়ানা, পানামা, কলাম্বিয়া এবং ডিমিনিকান রিপাবলিকে যাওয়ার পথে হঠাৎ নিউ ইয়র্ক পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী ৷
তিনি সাংবাদিকদের বলেন, "গৃহযুদ্ধ থামানোর চেষ্টা করছে রাষ্ট্রসংঘ ৷ এই মুহূর্তে সেটা অবশ্য প্রয়োজনীয় ৷ যুদ্ধবিরতি না-হলে মানুষ সুরক্ষিত ভাবে সুদানের বাইরে আসতে পারবেন না ৷" জয়শঙ্করের সঙ্গে দেখা করার আগে রাষ্ট্রসংঘের মহাসচিব বিভিন্ন সংগঠনের কাছে যুদ্ধ থামানোর আবেদন জানান ৷ যুদ্ধ বন্ধ হলে ঈদে মানুষের জীবনে শান্তি ফিরবে বলে তিনি মনে করেন ৷