নয়াদিল্লি, 25 অগস্ট: ভারতে জি20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ৷ ক্রেমলিনকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স ৷
রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "ভারতে সেপ্টেম্বর মাসে যে জি20 শীর্ষ সম্মেলন হবে সেখানে যাওয়ার কোনও পরিকল্পনা নেই রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ৷ এখন সবচেয়ে বেশি জোর দেওয়া হবে একটি বিশেষ সামরিক অভিযানে ৷"
আসছেন না পুতিন: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনে ব্যক্তিগতভাবে যোগ দেবেন না বলে শুক্রবার ঘোষণা করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ৷
ক্রেমলিনের মুখপাত্রকে উদ্ধৃত করে সে দেশের সরকারি সংবাদসংস্থা টাস জানিয়েছে, "না, রাষ্ট্রপতির এমন কোনও পরিকল্পনা নেই ।" পুতিনের হয়ে কে কীভাবে ওই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন, তা পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দিমিত্রি পেসকভ ।
ব্রিকসেও ছিলেন না পুতিন: জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলনেও নিজে যোগ দেননি ভ্রাদিমির পুতিন । তাঁর প্রতিনিধিত্ব করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ । কোভিড -19 এর পরে আয়োজিত প্রথম সশরীরে ব্রিকস সম্মেলনে যোগদান করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ৷
আরও পড়ুন:'গ্রিসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় আছি', এথেন্সে গিয়ে বললেন মোদি
পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: ব্রিকসে যোগ না দেওয়ার কারণ হল তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা ৷ ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নির্বাসনের অভিযোগে মার্চ মাসে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) । দক্ষিণ আফ্রিকা একটি আইসিসি স্বাক্ষরকারী দেশ এবং পুতিন সে দেশে উপস্থিত থাকলে তাঁর গ্রেফতারিতে তারা সহায়তা করবে বলে মনে করা হয়েছিল ।