পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nobel Sold for Ukrainian Kids : দেশছাড়া লক্ষ লক্ষ ইউক্রেনীয় শিশু, প্রতিবাদে নিজের নোবেল সম্মান নিলামে তুললেন রাশিয়ার সাংবাদিক

নোবেল শান্তি পুরস্কারই বিক্রি করে দিলেন দিমিত্রি মুরাতোভ ৷ 2021-এ মত প্রকাশে স্বাধীনতা রক্ষার জন্য শ্রেষ্ঠ মেডেলটি পেয়েছিলেন রাশিয়ার এই সাংবাদিক ৷ এদিকে পুতিন-সেনার অভিযানে বহু ইউক্রেনীয় বাচ্চারাই আজ ঘরছাড়া ! তাই... (Nobel Sold for Ukrainian Kids)

Russian journalist Dmitry Muratov
নিলামে রাশিয়ার সাংবাদিকের মেডেল

By

Published : Jun 21, 2022, 2:28 PM IST

নিউ ইয়র্ক, 21 জুন : নিলামে উঠল নোবেল মেডেল ! 103.5 মার্কিন ডলার (10 কোটি 35 লক্ষ) দাম রাখা হয়েছিল ৷ শেষে 10 কোটি ডলার সুইস ফ্র্যাঙ্কসে ($100 million Swiss francs) কিনে নিয়েছেন এক ছদ্মবেশী ক্রেতা ৷ এই মেডেলটি কার ? কেনই বা বিক্রি হল ?

2021-এ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতোভ ৷ রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের বিরোধিতা করেছেন তিনি (Russian journalist Dmitry Muratov auctioned his Nobel Peace Prize for Ukrainian child refugees) ৷ এবার রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে নিজের মেডেলটি বিক্রি করে দিলেন ৷ সোমবার বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) ছিল ৷ পুতিন-সেনার আক্রমণে লক্ষ লক্ষ ইউক্রেনীয় বাচ্চারা ঘর-বাড়ি ছেড়েছে, অনাথ হয়েছে ৷ ইউক্রেন ছেড়ে পালিয়ে গিয়েছে ৷ তাদের জন্য অর্থ জোগাড় করতে শান্তি পুরস্কার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন মুরাতোভ ৷ এদিন তিনি বলেন, "আমি বিপুল পরিমাণে সহানুভূতি আশা করেছিলাম ৷ তবে তা যে এত বিশাল অর্থের হবে, তা ভাবতে পারিনি ৷"

আরও পড়ুন : Nobel Peace Prize : নোবেল শান্তি সম্মান দুই সাংবাদিকের

তিন সপ্তাহ ধরে নিলাম প্রক্রিয়া চলার পর 175 গ্রাম ওজনের 23 ক্যারাট সোনার মেডেলটি বিশ্ব শরণার্থী দিবসে বিক্রি হয় ৷ মুরাতোভ জানান, এই অর্থ সরাসরি ইউনিসেফ-এর (UNICEF) কাছে পাঠানো হবে ৷ আন্তর্জাতিক সংস্থাটি যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়ে যাওয়া বাচ্চাদের সাহায্যার্থে এই টাকা ব্যবহার করবে ৷ নিলাম শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ইউনিসেফ নিলামকারী সংস্থাকে জানায়, তাদের ত্রাণ তহবিলে টাকা এসে গিয়েছে ৷

অনলাইনে হওয়া এই নিলামটি 1 জুন আন্তর্জাতিক শিশু দিবসে (International Children's Day) শুরু হয় ৷ অনেকেই ফোনে অথবা অনলাইনে যোগাযোগ করেন ৷ নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি দেশের ক্রেতা ফোনে যোগাযোগ করে কিনে নেন 'নোবেল শান্তি পুরস্কার' ৷

মত প্রকাশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফিলিপিন্সের মারিয়া রেস্সা ও রাশিয়ার দিমিত্রি মুরাতোভ নোবেল শান্তি পুরস্কার পান 2021-এর অক্টোবরে ৷

ABOUT THE AUTHOR

...view details