পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia Ukraine Conflict : ইউক্রেন নয়, হঠাৎ ডনবাসের স্বাধীনতা নিয়ে মাথাব্যথা রাশিয়ার - ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান

24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে ৷ এক মাস কেটে গিয়েছে ৷ এবার নাকি তারা ডনবাসের স্বাধীনতা নিয়ে চিন্তায় রয়েছে ৷ তাহলে ইউক্রেনে অভিযান (Russia Ukraine Conflict) ?

Russia on Donbas Liberation
ইউক্রেন ছেড়ে ডনবাসে মন দিচ্ছে রাশিয়া

By

Published : Mar 26, 2022, 2:38 PM IST

মসকো, 26 মার্চ :সামরিক অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে ৷ এবার ডনবাসকে স্বাধীন করতে হবে, জানিয়েছেন ক্রেমলিনের এক আধিকারিক ৷ 24 ফেব্রুয়ারি কিভ অভিযানে নেমেছিল রাশিয়া ৷ একমাস পর কি সেই লক্ষ্য থেকে কিছুটা সরে গেলেন পুতিন ? যদিও এর নিশ্চিত উত্তর পেতে আরও কিছুটা সময় লাগবে ৷ তবে এ হপ্তায় ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধে রুশ সেনার অবস্থান কিছুটা বদলেছে ৷ রাশিয়ান সেনাবাহিনীর এই পরিবর্তন সেই দিকেই ইশারা করছে ৷ 2014 থেকে ইউক্রেনের পূর্বে ডনবাসকে নিয়ন্ত্রণ করছে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী (Russia shifted their focus from Kyiv to Donbas) ৷

শুক্রবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy) যুদ্ধ বন্ধে রাশিয়াকে সমঝোতার পথে আসার আবেদন জানায় ৷ তবে শান্তির স্বার্থে ইউক্রেন তার সীমানার একচুলও ছেড়ে দেবে না ৷ ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইউক্রেনে পুতিনের সেনাবাহিনী চাপের মধ্যে রয়েছে ৷ আমেরিকা এবং আরও সব দেশ জেলেনক্সিকে সামরিক সাহায্য করছে ৷ সম্প্রতি, আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনী কয়েকটি জায়গায় রুশ সেনাকে পাল্টা আক্রমণ করেছে ৷

আরও পড়ুন : Russia Destroys Chernobyl Laboratory : রুশ সেনার হাতে ধ্বংস চেরনোবিলের গবেষণাগার, বাড়বে তেজস্ক্রিয়তা ?

তাও রাশিয়ার জেনারেল স্টাফ দাবি করেছেন, রুশ বাহিনী প্রথম পর্যায়ে তাদের 'প্রধান লক্ষ্য' অনেকটাই পূরণ করতে পেরেছে ৷ রাশিয়া যাকে 'সামরিক অভিযান' বলছে ৷

রাশিয়া-ইউক্রেন সংঘাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা :

  • একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্রগুলির উপর 34 বার আক্রমণ চালিয়েছে ৷
  • প্রেসিডেন্ট জে বাইডেন পোল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে দেখা করেছেন ৷ পোল্যান্ড ইউক্রেনের প্রতিবেশী এবং বন্ধু দেশ ৷
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বহু দেশ একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ৷
  • ইউক্রেন জানিয়েছে, মারিউপোলে আকাশপথে বোমা বর্ষণে 300 জনের মৃত্যু হয়েছে ৷ রুশ সেনার দখলে থাকা শহরে খাবার, জল নেই ৷ সঙ্কটে মারিউপোল ৷
  • ইউক্রেনে সামরিক অভিযানের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে থাকা রাশিয়ান তাঁদের চাকরি ছেড়েছেন ৷
  • আরব আমির শাহি, আমেরিকা রাশিয়ার গ্যাস, তেল নেওয়ার চুক্তিতে কাটছাঁট করেছে ৷
  • রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে ইউক্রেন ৷ রাশিয়ার আক্রমণের প্রমাণ সংরক্ষিত করে রাখার ব্যবস্থা করেছে ইউক্রেন ৷

ABOUT THE AUTHOR

...view details