কিভ, 9 মে:দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় উদযাপনে প্রত্যেক বছর 9 মে দিনটিকে বিজয় দিবস পালন করে রাশিয়া ৷ বিজয় দিবসের ঠিক প্রাক্কালে সোমবার অর্থাৎ, 8 মে রাতে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করল ভ্লাদিমির পুতিনের দেশ৷ ক্রেমলিনের নির্দেশে ইউক্রেন জেলেনস্কির দেশে রাতারাতি 25টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে খবর ৷ ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, 25টির মধ্যে সফলভাবে 23টি মিসাইলকে ধ্বংস করা হয়েছে। একটি টেলিগ্রাম পোস্টে বায়ুসেনা জানিয়েছে, এর মধ্যে আটটি ক্ষেপণাস্ত্র পূর্ব দিকে কৃষ্ণসাগর থেকে এবং বাকিগুলি আকাশপথে বিমান থেকে নিক্ষেপ করা হয়েছে।
মস্কো এবং রাশিয়ার অন্যান্য শহরগুলি বিজয় দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজ এবং অন্যান্য উৎসবের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ৷ রাশিয়ার সবচেয়ে বড় দিনটি ইউক্রেন যুদ্ধের কারণে ফিকে হয়ে গিয়েছে ৷ অন্তত 21টি রাশিয়ান শহর 9 মে সামরিক কুচকাওয়াজ বাতিল করেছে ৷ রাশিয়া জুড়ে সাজোসাজো রব । আমোর্টাল রেজিমেন্ট প্রসেশন হতে চলেছে মঙ্গলবার ৷ যেখানে জনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদদের পরিবার প্রতিকৃতি নিয়ে রাস্তায় নামবে ৷