পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Missiles on Ukraine: বিজয় দিবসের আগে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র বর্ষণ রাশিয়ার - ক্ষেপণাস্ত্র বর্ষণ করল রাশিয়া

রাশিয়ার বিজয় দিবসের প্রস্তুতি তুঙ্গে ৷ তারই মাঝে ইউক্রেনে মিসাইল হামলা করল পুতিনের দেশ ৷ 25টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে খবর ৷

Russia missile attack on Ukraine
ইউক্রেনে মিসাইল হামলা

By

Published : May 9, 2023, 8:32 PM IST

কিভ, 9 মে:দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় উদযাপনে প্রত্যেক বছর 9 মে দিনটিকে বিজয় দিবস পালন করে রাশিয়া ৷ বিজয় দিবসের ঠিক প্রাক্কালে সোমবার অর্থাৎ, 8 মে রাতে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করল ভ্লাদিমির পুতিনের দেশ৷ ক্রেমলিনের নির্দেশে ইউক্রেন জেলেনস্কির দেশে রাতারাতি 25টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে খবর ৷ ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, 25টির মধ্যে সফলভাবে 23টি মিসাইলকে ধ্বংস করা হয়েছে। একটি টেলিগ্রাম পোস্টে বায়ুসেনা জানিয়েছে, এর মধ্যে আটটি ক্ষেপণাস্ত্র পূর্ব দিকে কৃষ্ণসাগর থেকে এবং বাকিগুলি আকাশপথে বিমান থেকে নিক্ষেপ করা হয়েছে।

মস্কো এবং রাশিয়ার অন্যান্য শহরগুলি বিজয় দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজ এবং অন্যান্য উৎসবের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ৷ রাশিয়ার সবচেয়ে বড় দিনটি ইউক্রেন যুদ্ধের কারণে ফিকে হয়ে গিয়েছে ৷ অন্তত 21টি রাশিয়ান শহর 9 মে সামরিক কুচকাওয়াজ বাতিল করেছে ৷ রাশিয়া জুড়ে সাজোসাজো রব । আমোর্টাল রেজিমেন্ট প্রসেশন হতে চলেছে মঙ্গলবার ৷ যেখানে জনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদদের পরিবার প্রতিকৃতি নিয়ে রাস্তায় নামবে ৷

আরও পড়ুন:ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের গুলিতে মৃত 8; জখম বহু

একাধিক শহরে বাতিল মিছিল বাতিলের কারণ হিসাবে প্রশাসন নিরাপত্তা নিয়ে উদ্বেগকেই দায়ী করেছে । রাশিয়ানরা সেই মিছিলে ইউক্রেনে মৃত্যু হয়েছে এমন আত্মীয়দের প্রতিকৃতি আনতে পারে, এমনটা আন্দাজ করে আমোর্টাল রেজিমেন্ট মিছিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ মস্কোর রেড স্কোয়্যারে ফ্ল্যাগশিপ প্যারেডের মাধ্যমে সেনাবাহিনী শক্তি প্রদর্শন করবে বলে মনে করা হচ্ছে ৷ রাশিয়ার বিজয় উৎসবে উপস্থিত থাকতে পারেন কিরঘিস্তানের রাষ্ট্রপতি সাদির জাপারভ ৷ তবে সোমবার শেষ মুহূর্তে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের নেতারাও মস্কো যাচ্ছেন।

আরও পড়ুন: ড্রোন হামলায় পুতিনকে হত্যার চেষ্টা ইউক্রেনের, দাবি রাশিয়ার

ABOUT THE AUTHOR

...view details