কিভ (ইউক্রেন), 10 অক্টোবর : ইউক্রেনের (Ukraine) একাধিক শহরে ফের হামলা চালাতে শুরু করেছে রাশিয়া (Russia) ৷ এমনটাই অভিযোগ করা হয়েছে ওই দেশের তরফে ৷ তাদের দাবি, সোমবার সকাল থেকে অন্তত 75টি মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে (Russia launched 75 missiles at Ukraine) ৷
এর আগে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার ক্রিমিয়া সেতু (Blast in Crimea Bridge) ৷ এর দায় রাশিয়ার তরফে চাপানো হয়েছে ইউক্রেনের উপর ৷ তারই পালটা হিসেবে এই হামলা বলে অভিযোগ উঠছে ৷
কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটে প্রথম বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের জায়গায় একাধিক অ্যাম্বুল্যান্সকেও যেতে দেখা গিয়েছে ৷ তবে মেয়রের দাবি, এটা এএফপি-র এক সাংবাদিক জানিয়েছেন ৷ কিভেই পাঁচটা বিস্ফোরণ হয়েছে বলে তাঁর দাবি ৷