লন্ডন, 25 অক্টোবর: আজ মঙ্গলবার, রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে সাক্ষাৎ করবেন ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ তার পরেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন (Rishi Sunak will Take Charge as UK PM Today) ৷ গতকাল অর্থাৎ, সোমবার ব্রিটিশ সংসদের 193 জন সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক ৷ প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি শাসকদল কনজারভেটিভ পার্টির নেতাও নির্বাচিত হয়েছেন পঞ্জাবি পরিবারের এই সন্তান ৷
ইংল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিদায়ী প্রধানমন্ত্রী হিসেবে 10 ডাউনিং স্টিটে (10 Downing Street) শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক করবেন লিজ ট্রাস (Liz Truss) ৷ তার পরেই বাকিংহাম প্যালেসে গিয়ে সরকারিভাবে নিজের পদত্যাগপত্র রাজা তৃতীয় চার্লসের হাতে তুলে দেবেন ৷ এরপর 42 বছরের ঋষি সুনাক রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ সেখানে রাজা তৃতীয় চার্লস তাঁকে সরকারিভাবে ব্রিটেনবাসীর কাছে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করবেন ৷ শপথবাক্যও পাঠ করাবেন ঋষি সুনককে ৷
শপথের পর 10 ডাউনিং স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার জন্য ৷ জানা গিয়েছে, পুরো সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই সন্তান কৃষ্ণা এবং অনুষ্কা ৷ গতকাল, তাঁর জয় সুনিশ্চিত হওয়ার পর ঋষি সুনক ব্রিটেনবাসীর উদ্দেশ্য বার্তায় বলেছিলেন, ‘‘ব্রিটেন এক মহান দেশ ৷ কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে, আমরা এখন এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ৷ আমার কাজ হবে, সকলে সঙ্গে নিয়ে ব্রিটেনকে এই বিপদ থেকে বের করে আনা ৷ যাতে আমাদের সন্তান এবং তাঁদের পরবর্তী প্রজন্মের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ আমরা রেখে যেতে পারি ৷’’
আরও পড়ুন:'ঋষির জন্য গর্বিত, ওঁর সাফাল্য কামনা করি', সুনাককে বার্তা নারায়ণ মূর্তির
প্রসঙ্গত, প্রায় 3 মাস আগে বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের পাশাপাশি, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন ৷ এর পর লিজ ট্রাস এবং ঋষি সুনাক প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ে নামেন ৷ সেখানে ব্রিটিশ লোকসভার কনজারভেটিভ পার্টির সদস্যরা লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেন ৷ কিন্তু, ব্রিটেনে আর্থিক মন্দা এবং একাধিক সমস্যার জেরে মাত্র 45 দিনের মাথায় গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়া কথা ঘোষণা করেন লিজ ট্রাস ৷ ফলে আরও একবার প্রধানমন্ত্রী বেছে নিতে হল সাংসদদের । 193 জন সাংসদের সমর্থন নিয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভুত কেউ ব্রিটেন প্রশাসনের শীর্ষপদে বসতে চলেছেন ৷