লন্ডন, 25 অক্টোবর: ব্রিটেনে রচিত হল ইতিহাস ৷ সরকারিভাবে সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ৷ শুধু তাই নয় ৷ যুক্তরাজ্যের ইতিহাসে গত 200 বছরে সুনাকই কনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ চিরাচরিত প্রথা মেনে বাকিংহাম প্যালেসেই নয়া প্রধানমন্ত্রীকে দায়িত্ব অর্পণ করলেন রাজা তৃতীয় চার্লস (Rishi Sunak takes charge as Britain's first Indian-origin Prime Minister)৷ সৌজন্য সাক্ষাতের জন্য এদিন সকালেই বাকিংহ্যাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন সুনাক ৷ দীর্ঘ আলোচনার পর রানি দ্বিতীয় এলিজাবেথের অবর্তমানে সরকারিভাবে তাঁর হাতে দায়িত্ব তুলে দেন রাজা তৃতীয় চার্লস ৷
সূত্রের খবর, প্যালেসের 1844 নং ঘরে এদিন রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় নয়া প্রধানমন্ত্রীর ৷ বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস আগেই তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন রাজা তৃতীয় চার্লসকে ৷ এদিন সুনাক সরকারিভাবে দায়িত্বগ্রহণের আগে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁর মন্ত্রিসভার শেষ বৈঠকটি সারেন ট্রাস ৷ যেখানে তিনি জানান, অর্থনীতির বেহাল দশা সত্ত্বেও মাত্র 45 দিনের মেয়াদকালে তাঁর সরকার দেশের খেটে খাওয়া পরিবার এবং দেউলিয়া হতে বসা কোম্পানিগুলোকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে গিয়েছে ৷