কিভ, 19 নভেম্বর: এপ্রিলে ইউক্রেনের রাজধানী কিভে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson with Ukraine President Zelenskyy) ৷ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বৈঠক হয় ৷ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর প্রথম জি-7 গোষ্ঠীর কোনও রাষ্ট্রনেতা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাটিতে পা দিয়েছিলেন ৷ এবার তাঁরই পদাঙ্ক অনুসরণ করলেন উত্তরসূরি, ঋষি সুনাক ।
প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম যুদ্ধবিধ্বস্ত দেশে পা দিলেন সুনাক । শনিবার ইউক্রেনের রাজধানী কিভে তাঁর সফরে যুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের হাত শক্ত করার বার্তা দিয়েছেন তিনি । সুনাক নিশ্চিত করেছেন, রাশিয়ার আক্রমণের হাত থেকে ইউক্রেনের অ-সামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ জাতীয় কাঠামোকে রক্ষা করতে বিমান প্রতিরক্ষার একটি বড় নতুন প্যাকেজ সরবরাহ করবে তাঁর দেশ ।
প্রতিরক্ষা সহায়তার প্যাকেজের মধ্যে রয়েছে 125টি বিমানবিধ্বংসী বন্দুক এবং ড্রোন মোকাবিলা করার প্রযুক্তি, যার মধ্যে কয়েক ডজন রাডার এবং অ্যান্টি-ড্রোন ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা রয়েছে ।