লন্ডন, 25 অক্টোবর: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি সুনক (Rishi Sunak) ৷ তিনি নাকি রাজা তৃতীয় চালর্সের (King Charles III) থেকেও বেশি ধনী ! ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির (Akshata Murthy) মোট সম্পত্তির পরিমাণ রাজা তৃতীয় চার্লসের থেকে বেশি ৷
অক্ষতা নারায়ণ মূর্তির কন্যা ৷ ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে (NR Narayan Murthy) ভারতের বিল গেটস (Bill Gates) বলা হয় ৷ বাবার সংস্থায় 0.91 শতাংশ শেয়ার রয়েছে সুনক-পত্নীর ৷ যার পরিমাণ প্রায় 700 মিলিয়ন পাউন্ড ৷ যার অংশীদার সম্ভবত ঋষি ও তাঁদের সন্তান অনুষ্কা ও কৃষ্ণা ৷
ঋষি ও অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ 730 মিলিয়ন পাউন্ড ৷ এছাড়া ব্রিটেনের বাইরে বিভিন্ন দেশে তাঁর চারটি সম্পত্তি রয়েছে ৷ তাঁর মূল্য 15 মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি ৷ আর সেখানে রাজা তৃতীয় চার্লস ও ক্যামেলিয়ার মোট সম্পত্তির পরিমাণ 300 থেকে সাড়ে 300 মিলিয়ন ৷
ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK Prime Minister) হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক রেকর্ড গড়তে চলেছেন ঋষি ৷ গত 200 বছরে তিনিই ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ তাঁর আগে কোনও হিন্দু ব্রিটেনের প্রধানমন্ত্রী হননি ৷ তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি শ্বেতাঙ্গ নন ৷ তার সঙ্গে 42 বছরের ঋষির মুকুটে সম্পত্তির খতিয়ানও নতুন পালক যোগ করল ৷