ভ্যাঙ্কুভার, 15 জুলাই: নিহত রিপুদমন সিং মালিক (74) ৷ তিনি 'খালসা ক্রেডিট ইউনিয়ন অ্যান্ড শিখ ফিলানথ্রপিস্ট'-এর প্রতিষ্ঠাতা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার কানাডার স্থানীয় সময়ানুযায়ী সকালে তিনি ভ্যাঙ্কুভারে অফিস যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁকে গুলি করে হত্য়া করা হয় (Ripudaman Singh Malik Shot Dead in Canada) ৷ 1985 সালে এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ যা '1985 এয়ার ইন্ডিয়া কনিষ্ক টেররিস্ট বম্বিং কেস' (1985 Air India Kanishka terrorist bombing case) নামে পরিচিত ৷ যদিও পরে ছাড়া পেয়ে যান রিপুদমন ৷
প্রকাশিত একটি রিপোর্টে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, "তিনটি গুলি চলার শব্দ শুনেছি ৷ তাঁর ঘাড়ে গুলি লেগেছিল ৷ লাল রঙের টেসলা গাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ বের করা হয় ৷" বৃহস্পতিবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার সারিতে (Surrey, British Columbia) এই ঘটনাটি ঘটে ৷ সারি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (Surrey Royal Canadian Mounted Police, RCMP) জানিয়েছে, "সকাল 9.30 মিনিট নাগাদ এক ব্যক্তিকে গুলি করা হয়েছে ৷ ঘটনাস্থলেই তিনি মারা যান ৷ মনে করা হচ্ছে, এটা পূর্বপরিকল্পিত এবং আমরা মৃতের নাম প্রকাশ করছি না ৷" পাশাপাশি পুলিশ একটি সন্দেহজনক গাড়ি চিহ্নিত করেছে, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয় ৷
আরও পড়ুন: কাবুলে গুরুদ্বারে জঙ্গি হানা, বিস্ফোরণে মৃত 2, নজর রাখছে ভারত
পুলিশ রিপুদমন সিংয়ের নাম প্রকাশ না করলেও তাঁর ছেলে যশপ্রীত মালিক সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার মৃত্যুর খবরটি পোস্ট করেন ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "মিডিয়া সবসময় তাঁকে (রিপুদমন সিং) এয়ার ইন্ডিয়া বোমা বিস্ফোরণে অভিযুক্ত হিসেবেই উল্লেখ করবে ৷ মনে হয়, মিডিয়া এবং আরসিএমপি কখনও আদালতের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না ৷"
এই হত্যা কেন ? সে বিষয়ে তদন্তকারী সংস্থা জানিয়েছে, "আমরা মালিকের অতীত জানি ৷ তবে তাঁকে কেন খুন করা হল, তা খতিয়ে দেখছি ৷ আমরা নিশ্চিত এটা আগে থেকে ঠিক করা ছিল ৷"