পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Ukraine Apologises for Kali Post: কালীকে নিয়ে বিতর্কিত পোস্টে রুষ্ট ভারতীয়দের কাছে ক্ষমা চাইল ইউক্রেন

হিন্দু দেবী কালীকে নিয়ে বিতর্কিত পোস্টের কারণে রুষ্ট ভারতীয় নেটনাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রকের ডেপুটি মিনিস্টার এমিন ডিজেপার ৷

Ukraine Apologises for Kali Post ETV bharat
ক্ষমা চাইল ইউক্রেন

By

Published : May 2, 2023, 2:26 PM IST

নয়াদিল্লি, 2 মে:ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হিন্দু দেবী কালীর চিত্রকে 'বিকৃত' ভাবে দেখানো হয়েছে এই অভিযোগে ক্ষোভের সৃষ্টি হয়েছিল ভারতীয় নেটনাগরিকদের মধ্যে ৷ এরপরই যুদ্ধ-বিধ্বস্ত দেশটির প্রথম বিদেশমন্ত্রকের ডেপুটি মিনিস্টার এমিন ডিজেপার ভারতীয় নেটিজেনদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ৷ তিনি টুইট করে ক্ষমা প্রার্থনা করে জানিয়েছেন, ইউক্রেন ভারতের অনন্য সংস্কৃতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের সহায়তাকে সম্মান করে ।

এমিন ডিজেপার মঙ্গলবার টুইটে লিখেছেন, "আমরা হিন্দু দেবী কালীকে বিকৃতভাবে চিত্রিত করার জন্য দুঃখিত । ইউক্রেন এবং এর জনগণ অনন্য ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে ও তাদের সহায়তাকে সমর্থন করে । চিত্রটি ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে । ইউক্রেন পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের চেতনায় সহযোগিতা আরও বৃদ্ধি করতে বদ্ধপরিকর ৷"

ইউক্রেনের বিদেশ মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে সম্প্রতি দুটি ছবি পোস্ট করা হয়েছিল ৷ একটি মেঘলা আকাশের এবং অন্যটিতে হলিউড তারকা মেরিলিন মনরোর একটি সুপার ইমপোজড আইকনিক পোজ দেখানো ছিল, যার চারপাশে খুলির মালা দিয়ে 'কালী'র মুখ রয়েছে । তার চুল অবশ্য মনরোর প্রতিফলন ঘটায় । ছবিগুলির ক্যাপশন ছিল ‘ওয়ার্ক অফ আর্ট’।

এরপরই সেই টুইটের সমালোচনায় সরব হন ভারতীয় নেটনাগরিকরা ৷ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় অনুভূতি, বিশেষ করে হিন্দুদের আঘাত করেছে বলে অভিযোগ তোলা হয় । কেউ কেউ গত মাসের কথা সামনে টেনে আনেন, যখন ভারতে এসে সাহায্য প্রার্থনা করেছিলেন ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন ডেজাপার ৷ তিনি তখন ভারতকে 'বিশ্বগুরু' বলে বর্ণনা করেছিলেন ।

কয়েকজন টুইটার ব্যবহারকারী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছেন । একজন টুইটার ব্যবহারকারী জয়শঙ্করকে ট্যাগ করে তাঁর হ্যান্ডেলে লেখেন, "দয়া করে এই মানহানিকর পোস্টটি নোট করুন, যা কালীকে খারাপ আলোয় দেখিয়েছে ৷"

আরও পড়ুন:ভারত কূটনীতির মাধ্যমে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব মেটাতে আগ্রহী, বললেন প্রধানমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details