পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

2023-এ জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিগর্মন রেকর্ড মাত্রায় পৌঁছাতে পারে - কার্বন ডাই অক্সাইড

Fossil CO2 Emissions at Record High in 2023: জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইডের নির্গমন এই বছর রেকর্ড মাত্রায় পৌঁছাবে বলে অনুমান করা হয়েছে গ্লোবাল কার্বন প্রজেক্ট সায়েন্স টিমের গবেষণায় ৷ এর ফলে জলবায়ুর পরিবর্তন ত্বরান্বিত হবে ৷ উষ্ণায়নের পরিস্থিতি আরও খারাপ হবে ৷

Fossil CO2 Emissions
Fossil CO2 Emissions

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 1:20 PM IST

লন্ডন, 5 ডিসেম্বর: জীবাশ্ম জ্বালানী থেকে বিশ্বব্যাপী কার্বন নির্গমন 2023 সালে আবার বৃদ্ধি পেয়েছে ৷ আর তা রেকর্ড স্তরে পৌঁছেছে । গ্লোবাল কার্বন প্রজেক্ট সায়েন্স টিমের গবেষণায় নয়া এই তথ্য সামনে এসেছে ৷

2023 সালে কার্বন নির্গমনের যে অনুমান করা হয়েছিল, তা ভারতে (8.2 শতাংশ) ও চিনে (4 শতাংশ) বৃদ্ধি পেতে চলেছে ৷ ইউরোপীয় ইউনিয়ন (-7.4 শতাংশ), মার্কিন যুক্তরাষ্ট্র (-3.0 শতাংশ) এবং বাকি বিশ্বে (-0.4 শতাংশ) আবার এই পরিসংখ্যান অনুমানের চেয়ে কম হতে চলেছে ৷

গ্লোবাল কার্বন প্রজেক্ট সায়েন্স টিমের গবেষণা দলে এক্সেটার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া, সেন্টার ফর ইন্টারন্যাশনাল ক্লাইমেট রিসার্চ, লুডভিগ-ম্যাক্সিমিলিয়ান-ইউনিভার্সিটি মিউনিখ এবং বিশ্বের অন্যান্য 90টি প্রতিষ্ঠান রয়েছে । তাদের অনুমান, 2023 সালে 36.8 বিলিয়ন টন জীবাশ্ম কার্বন ডাই অক্সাইড নির্গমন হবে ৷ যা 2022 সালের থেকে 1.1 শতাংশ বেশি হতে চলেছে ।

আর্থ সিস্টেম সায়েন্স ডেটা জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে যে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ কিছু অঞ্চলে জীবাশ্ম থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন কমছে ৷ তবে সামগ্রিকভাবে সারা বিশ্বে তা বাড়ছে । বিজ্ঞানীদের মতে, বিপজ্জনকভাবে বেড়ে চলা জলবায়ুর পরিবর্তন রুখতে জীবাশ্ম জ্বালানি কমানোর পদক্ষেপ করতে পারছে না সারা বিশ্ব ৷

তাছাড়া ভূমির ব্যবহারের পরিবর্তন করে জঙ্গল কেটে দেওয়ার কারণে এই সমস্যা গভীর হচ্ছে ৷ নতুন জঙ্গল তৈরির চেষ্টা হলেও, তা লক্ষ্যমাত্রা পূরণে যথেষ্ট নয় ৷ ওই রিপোর্টে অনুমান করা হয়েছে যে 2023 সালে মোট বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমন (ফসিল ও ভূমির ব্যবহারের পরিবর্তন) হবে 40.9 বিলিয়ন টন । এটি প্রায় 2022 সালের সমান হতে চলেছে ৷

এক্সেটারের গ্লোবাল সিস্টেম ইনস্টিটিউটের অধ্যাপক পিয়েরে ফ্রিডলিংস্টেইন এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন । তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের চারপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপটি বেদনাদায়কভাবে ধীরগতিতে হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "এখন মনে হচ্ছে আমরা প্যারিস চুক্তির 1.5 ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রম করব এবং কোপ28-এ নেতাদের বৈঠকে 2 ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যকে বাঁচিয়ে রাখার জন্যও জীবাশ্ম জ্বালানি নির্গমন দ্রুত হ্রাস করার বিষয়ে সম্মত হতে হবে ।" বর্তমানে কার্বন নির্গমনের যা পরিস্থিতি, তার ফলে আগামী সাত বছরের মধ্যে বিশ্বের তাপমাত্রা আরও 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার 50 শতাংশ সম্ভাবনা রয়েছে বলে মত গ্লোবাল কার্বন বাজেট টিমের ৷

ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া-এর স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সেসের রয়্যাল সোসাইটির রিসার্চ প্রফেসর কোরিন লি কুয়ের বলেন, "সাম্প্রতিক কার্বন ডাই অক্সাইডের তথ্য দেখিয়ে দিচ্ছে যে এখন নেওয়া পদক্ষেপগুলি কার্বন নির্গমনকে একেবারে শূন্যে নামিয়ে আনার জন্য যথেষ্ট নয় ৷ তবে নির্গমন কমার প্রবণতা তৈরি হয়েছে ৷ এর ফলে বোঝা যাচ্ছে যে জলবায়ু নীতিগুলি কার্যকর হওয়া শুরু হয়েছে ।"

গবেষণায় বলা হয়েছে, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, তাতে ভূমি ও সমুদ্রে অনেকটাই চলে যাচ্ছে ৷ বাকিটা বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে ৷ যার জেরে জলবায়ুর পরিবর্তন হচ্ছে ৷ এই গবেষণার মাধ্যমে গ্লোবাল কার্বন বাজেট রিপোর্ট তৈরিতে 120 জনেরও বেশি বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক দল সামিল হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. জলবায়ুর পরিবর্তন নিয়ে বই লিখে হইচই ফেলে দিল 10 বছরের শিরিষ
  2. হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য
  3. যা হচ্ছে, তা যথেষ্ট নয়; জলবায়ু পরিবর্তন সম্মেলনে বললেন মোদি

ABOUT THE AUTHOR

...view details