ঢাকা, 19 অগস্ট: বাংলাদেশে যে কোনও মূল্যে শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারকে রক্ষা করার জন্য ভারতের কাছে অনুরোধ করেছিলাম ৷ বললেন ওপার বাংলার বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন (AK Abdul Momen)৷ পদ্মাপারের দেশে সম্প্রীতি ও স্থিতাবস্থা রক্ষায় তিনি দিল্লির দ্বারস্থ হয়েছিলেন বলে দাবি করেছেন (Bangladesh Foreign Minister)৷
চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মোমেন বলেন, "আমি যখন দিল্লি গিয়েছিলাম, তখন ভারত সরকারকে বলেছিলাম যে, শেখ হাসিনার অবশ্যই থাকা উচিত ৷ তাহলেই বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটবে এবং তাঁর নেতৃত্বেই প্রকৃত অর্থে সাম্প্রদায়িকতামুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে ৷" তাঁর কথায়, "কেউ যদি দেশকে অস্থির করে শেখ হাসিনার সরকারকে আঘাত করতে চায় তাহলে তা সবার জন্য ক্ষতিকারক হবে ৷ আমরা স্থিতাবস্থা চাই ৷"